মাইক ওয়ালযকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযার পদ থেকে সরিয়ে তার জায়গায় সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিওকে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার এক পোস্টে ট্রাম্প জানান, ওয়ালযকে জাতিসংঘে অ্যামেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেবেন তিনি।
পোস্টে ওয়ালযের বিষয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘তিনি আমাদের জাতির স্বার্থকে সর্বাগ্রে রাখতে কঠোর পরিশ্রম করেছেন।’
রয়টার্স জানায়, জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ট্রাম্প প্রশাসনের প্রথম বড় ধরনের অভ্যন্তরীণ রদবদল।
এর আগে বৃহস্পতিবার একাধিক সূত্র জানিয়েছিল, ওয়ালযকে পদত্যাগে বাধ্য করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
ফ্লোরিডার সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা ৫১ বছর বয়সী ওয়ালয মার্চ মাসে হোয়াইট হাউযের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযারদের একটি সিগন্যাল চ্যাটে ঘটে যাওয়া কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। এর পর থেকেই তার অবস্থান ছিল নড়বড়ে।
এর আগে সিএনএনের এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছিল, চলতি সপ্তাহের শুরুতে ওয়ালযকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে তার সময় ফুরিয়ে এসেছে। ডেপুটি অ্যাডভাইযার অ্যালেক্স ওয়ং ও অন্যান্য ন্যাশনাল সিকিউরিটি কর্মকর্তারাও শিগগিরই বিদায় নিতে পারেন। যদিও তারা কবে বিদায় নেবেন, সে বিষয়টি স্পষ্ট নয়।
অ্যামেরিকায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযারের পদটি গুরুত্বপূর্ণ। এ পদে নিয়োগের জন্য সেনেটের অনুমোদন প্রয়োজন হয় না।