সৌদি আরবের সঙ্গে কৌশলগত চুক্তি অ্যামেরিকার

টিবিএন ডেস্ক

মে ১৩ ২০২৫, ১১:৩১

সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোহাম্মেদ বিন সালমান। ছবি: বিবিসি

সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোহাম্মেদ বিন সালমান। ছবি: বিবিসি

  • 0

সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, এ চুক্তির আওতায় জ্বালানি, প্রতিরক্ষা, মহাকাশ, খনিজসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য হয়েছে অ্যামেরিকা ও সৌদি সরকার।

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে অ্যামেরিকা। মঙ্গলবার রিয়াদের রয়্যাল কোর্ট প্যালেসে দুই দেশের মধ্যে কৌশলগত অর্থনৈতিক চুক্তি সই করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, এ চুক্তির আওতায় জ্বালানি, প্রতিরক্ষা, মহাকাশ, খনিজসহ অন্যান্য বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য হয়েছে অ্যামেরিকা ও সৌদি সরকার।

সৌদি সরকারের কাছ থেকে বড় ধরণের বিনিয়োগ নিশ্চিত করতে মঙ্গলবার সৌদি আরব সফরে যান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অবশেষে দেশটির কাছ থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলারের বড় বিনিয়োগের নিশ্চয়তা আদায় করতে সক্ষম হন তিনি। রিয়াদে দ্বিপক্ষীয় কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সৌদির পক্ষে চুক্তিতে সই করেন ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। এ চুক্তির আওতায় প্রতিরক্ষা, জ্বালানি, খনিজ, মহাকাশসহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতায় একমত হন দুই নেতা। যার আওতায় সৌদি আরবের কাছে ১৪২ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে। একে ইতিহাসের সর্ববৃহৎ প্রতিরক্ষা হিসেবে আখ্যায়িত করেছে হোয়াইট হাউয।