ইরানের হামলায় ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার ইসরায়েলির আবেদন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২৫ ২০২৫, ১১:৩০

ইরানের হামলায় ইসরায়েলের ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: আল জাজিরা

ইরানের হামলায় ইসরায়েলের ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি: আল জাজিরা

  • 0

ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় বিপর্যস্ত ইসরায়েলিরা এখন বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের কাছে ক্ষতিপূরণ চাইছেন। এ জন্য জমা পড়েছে প্রায় ৩৯ হাজার আবেদন।

টানা ১২ দিনের সংঘাতে ইসরায়েলজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা জানা সম্ভব হয়নি। কারণ, ইসরায়েল সরকার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তবে সাম্প্রতিক হামলায় ইসরায়েলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা অনেকটাই অনুমান করা যায় সম্প্রতি সামনে আশা ইসরায়েলিদের ক্ষতিপূরণ চাওয়ার তথ্যের ভিত্তিতে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তুর্কিয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ। ১৩ জুন ইরান-ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এ তহবিল থেকে ক্ষতিপূরণ চেয়ে মোট ৩৮ হাজার ৭০০টি আবেদন জমা পড়েছে।

ইসরায়েলের পত্রিকা ইয়েদিয়থ আহারোনোথের মতে, ভবনের ক্ষতির জন্য ৩০ হাজার ৮০৯টি, যানবাহনের ক্ষতির জন্য ৩ হাজার ৭১৩টি এবং সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্রের ক্ষতির জন্য ৪ হাজার ৮৫টি আবেদন জমা পড়েছে।

অনুমান করা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেগুলোর ক্ষতিপূরণ দাবি করে আবেদন জমা পরেনি।

ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রেই হারেদিম জানিয়েছে, শুধু মধ্য ইসরায়েলের তেল আবিবেই ২৪ হাজার ৯৩২টিরও বেশি আবেদন জমা পড়েছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে জমা পড়েছে ১০ হাজার ৭৯৩টি আবেদন। তবে প্রত্যাশিত ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ কত হতে পারে সে বিষয়ে বিস্তারিত হিসাব দেয়া হয়নি।

উল্লেখ্য যে, তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে এমন অভিযোগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ইরান। এরপর ইসরায়েল ভূখণ্ডে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু হয়। পরে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে অ্যামেরিকাও সংঘাতে যোগ দেয়।

দুই দেশের মধ্যকার ১২ দিনের সংঘাতের পর অবশেষে মঙ্গলবার সকালে উভয় পক্ষের সম্মতিতে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।