রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৩ ২০২৫, ১৫:২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • 0

দিল্লি ক্যাপিটালসের কাছে গত ম্যাচে নিজেদের ঘরের মাঠে হারের পর এবার দারুণভাবে ঘুরে দাঁড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রবিবার জয়পুরে খেলতে নেমে ৯ উইকেটে জিতল আরসিবি। সঙ্গে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে জায়গাও করে নিলো দলটি।

টসে হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান করে রাজস্থান। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন জয়সওয়াল।

রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু খুব সহজেই জিতে যায়। ফিল সল্ট ও বিরাট কোহলির ওপেনিং জুটি সংগ্রহ করে ৯২ রান।

সল্ট ৬৫ রানে করে আউট হন। বিরাট কোহলি ৬২ ও দেবদত্ত ৪০ রানে অপরাজিত থাকেন।

১৭ দশমিক ৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় আরসিবি।