ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় তারই নিয়োগ করা জাজের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১ ২০২৫, ১৮:৪২

সাউদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের ইউএস ডিস্ট্রিক্ট জাজ ফার্নান্দো রদ্রিগেজ। ছবি: সেনেট জুডিশিয়ারি কমিটি

সাউদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের ইউএস ডিস্ট্রিক্ট জাজ ফার্নান্দো রদ্রিগেজ। ছবি: সেনেট জুডিশিয়ারি কমিটি

  • 0

কিছু অভিবাসীকে বিতাড়ন ত্বরান্বিত করতে ট্রাম্প বেআইনিভাবে ১৮ শতকের যুদ্ধকালীন কর্তৃত্বকে বলবৎ করেছেন বলে জানান জাজ।

ডনাল্ড ট্রাম্প অবৈধভাবে এলিয়েন এনিমিয অ্যাক্ট ব্যবহার করেছেন বলে বৃহস্পতিবার রায় দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট নিযুক্ত টেক্সাসের এক ফেডারেল জাজ।

সাউদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের ইউএস ডিস্ট্রিক্ট জাজ ফার্নান্দো রদ্রিগেজ ভেনেযুয়েলান গ্যাং সদস্য হিসেবে শনাক্তকৃত কয়েকজনকে দ্রুত বিতাড়নও আটকে দিয়েছেন।

কিছু অভিবাসীকে বিতাড়ন ত্বরান্বিত করতে ট্রাম্প বেআইনিভাবে ১৮ শতকের যুদ্ধকালীন কর্তৃত্বকে বলবৎ করেছেন বলে জানান জাজ।

সিএনএনের খবরে বলা হয়, এ রায়ের অর্থ হলো জাজের আওতাধীন ডিস্ট্রিক্টে ভেনেযুয়েলান গ্যাং ট্রেন ডি অ্যারাগুয়ার সদস্য সন্দেহে কাউকে আটক বা বিতাড়নের ক্ষেত্রে আইনের আশ্রয় নিতে পারবেন না ট্রাম্প।

চলতি বছরের মার্চে এলিয়েন এনিমিয অ্যাক্ট ব্যবহার করেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা ব্যাপক আইনি চ্যালেঞ্জে পড়ে। কয়েকটি আদালত এ আইন ব্যবহার স্থগিত করেছে।

টেক্সাসের ফেডারেল জাজের রায়কে এলিয়েন এনিমিয অ্যাক্ট ব্যবহারের ক্ষেত্রে ট্রাম্পের সিদ্ধান্তের ওপর বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রদ্রিগেজই প্রথম কোনো বিচারক যিনি নিষ্পত্তিমূলকভাবে বলেছেন, প্রেসিডেন্ট তার কর্তৃত্বের বাইরে গিয়ে এমন একটি আইনের আশ্রয় নিয়েছেন, যেটি প্রণয়ন করা হয়েছিল কোনো দেশের সঙ্গে অ্যামেরিকার যুদ্ধের সময় ব্যবহারের জন্য।

জাজ লিখেন, এলিয়েন এনিমিয অ্যাক্টের অধীনে আইনি কর্তৃত্ব নেই ট্রাম্প প্রশাসনের। এ আইন ব্যবহার করে ভেনেযুয়েলার অভিবাসীদের আটক, তাদের অ্যামেরিকার এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর কিংবা দেশ থেকে বিতাড়ন করা যাবে না।