আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে ভার্চুয়াল প্রতারণার অভিযোগ

টিবিএন ডেস্ক

ফেব্রুয়ারি ১৮ ২০২৫, ১৬:৫৮

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: সংগৃহীত

  • 0

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই’র বিরুদ্ধে ভার্চুয়াল প্রতারণার অভিযোগ উঠেছে। অনেকেই তার বিরুদ্ধে অভিশংসনের আহ্বান জানিয়েছেন।

লিব্রা নামে একটি ক্রিপ্টোকারেন্সি লঞ্চের জন্য বিজ্ঞাপন দেয়ার কিছু সময় পরেই উধাও হয়ে যায় কয়েনটি। এতে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা।

লিব্রা নামের ভার্চুয়াল কয়েনের বিনিয়োগকারীরা সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সামাজিক মাধ্যমে এই কয়েনটি লঞ্চ করার একদিনের কম সময়ের মধ্যেই এতে বিনিয়গকারীদের সঞ্চিত কয়েশ হাজার ডলার উধাও হয়ে যায়। হতাশ এই বিনিয়োগকারীরা নিজেদের ক্ষোভ জানাতে বেছে নেন সামাজিক মাধ্যম।

গত শুক্রবার হাভিয়ের মিলেই এক্সে ভার্চুয়াল লিব্রা কয়েন নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি উল্লেখ করেন এই কয়েন স্বল্প পুঁজি এবং স্টার্ট আপ ব্যবসায়ের তহবিল গঠনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তবে মিলেই পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেন এবং কারেন্সিও মুহূর্তেই উধাও হয়ে যায়।

এ ঘটনার পর মিলেইর বিরুদ্ধে অভিশংসনের দাবি করছেন বিরোধিরা। প্রেসিডেন্ট সোমবার বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে নিজেকে একজন প্রযুক্তি ভক্ত হিসেবে উল্লেখ করেন। লিব্রা প্রজেক্ট ও এর উদ্যোক্তাদের নিয়ে মিলেই আশাবাদী ছিলেন। তবে পরিস্থিতি অনুকূল ছিলোনা বলে মত তার। মিলেই বলেন, ‘ আমরা দুর্নীতি দমন অফিসের হস্তক্ষেপের অনুরোধ করেছি। আর্জেন্টিনায় এর আগে কখনও এমনটি হয়নি। একজন আমার কাছে আর্জেন্টিনার জন্য এই প্রকল্পটি নিয়ে এসেছে। আমি এটি নিয়ে আগ্রহী ছিলাম। তাই আমি এর প্রচারণা চালিয়েছি। তবে তাদের প্রতারণার ফলে আমি অপমানিত হচ্ছি। আমি তদন্ত কর্মকর্তাদের এ বিষয়ে নিয়ে সবকিছু খুলে বলতে প্রস্তুত আছি।’

আর্জেন্টিনার মুদ্রাস্ফীতি কমিয়ে আনা এবং অর্থনৈতিক উন্নয়নই প্রধান লক্ষ্য বলে জানান প্রেসিডেন্ট মিলেই। এরিমধ্যে ঘটনার কারণ ও এতে মিলেইর ভূমিকা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।


0 মন্তব্য

মন্তব্য করুন




Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...