ইসরায়েলের দুই যুদ্ধবিমান ভূপাতিত, নারী পাইলটকে আটকের দাবি ইরানের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৩ ২০২৫, ১৯:২৮

ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ছবি: তাসনিম

ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ছবি: তাসনিম

  • 0

ইরানের দাবি ইসরায়েল নাকচ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম।

একাধিক প্রতিবেদনের বরাত দিয়ে তাসনিমের খবরে জানানো হয়, শুক্রবার ইসরায়েলের দুটি বিমান ভূপাতিত করে ইরান। এর মধ্যে একটি বিমানের নারী পাইলটকে আটক করা হয়েছে।

এদিকে ইরানের দাবি ইসরায়েল নাকচ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর আরবি বিভাগের মুখপাত্র আভিচাই আদরায়ি ইসরায়েলি বিমান ভূপাতিত করা এবং পাইলট আটকের খবর অস্বীকার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আদরায়ি লিখেন, ‘ইরানের সংবাদমাধ্যম মিথ্যাচার করছে।’

ইরানে শুক্রবার শুরুর সময়ে হামলা চালায় ইসরায়েল। এর কঠিন জবাব দেওয়ার ঘোষণা দেয় ইরান।

তেহরানের বিভিন্ন আবাসিক এলাকাসহ ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল হামলা চালায়। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি, ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আম্বিয়া সদরদপ্তরের মেজর জেনারেল গোলাম আলি রশিদ, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আমির আলি হাজিজাদেহ নিহত হন।

এ ছাড়া ইসরায়েলি হামলায় প্রাণ হারান কমপক্ষে ছয়জন পরমাণু বিজ্ঞানী।

হামলার জন্য ইসরায়েল কঠিন শাস্তি পাবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।