মঙ্গলবার ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির তহবিল সংগ্রহের ডিনারে তিনি বলেন, দলের মাঝে কেউ কেউ বাজেটের বিরোধিতা করছে যা কোনভাবেই কাম্য নয়। এদিন ৩৫ মিলিয়নের বেশি রেকর্ড তহবিল সংগ্রহে হাউয স্পিকার মাইক জনসনসহ কংগ্রেস সদস্যদের অভিনন্দন জানান ট্রাম্প।প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে বলেন, শেষ পর্যন্ত চায়নাসহ সব দেশই অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতায় আসবে বলে বিশ্বাস করেন তিনি।
পাল্টাপাল্টি শুল্কারোপে যখন অস্থিরতা ঘিরে ধরেছে গোটা বিশ্বকে। দেশে-বিদেশে টালমাটাল পুঁজিবাজার, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মূলধন হারিয়েছে, ঠিক সেসময় মঙ্গলবার মঙ্গলবার ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির তহবিল সংগ্রহের ডিনারে রেকর্ড অর্থ উঠে এসেছে।
এই সম্মলনের প্রধান আকর্ষণ ছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ভাষণের শুরুতেই তিনি সবাইকে জানালেন, ৩৫ মিলিয়নের বেশি তহবিল সংগ্রহ হয়েছে। যা রীতিমত রেকর্ড। এজন্য হাউয স্পিকার মাইক জনসনসহ কংগ্রেস সদস্যদের অভিনন্দন জানান ট্রাম্প।
কনজারভেটিভ ফ্রিডম ককাসসদস্যদের সঙ্গে হোয়াইটহাউযের বৈঠকে বিরোধিতার মুখে পড়েছিলেন। তাই এই অনুষ্ঠানে অনুরোধ ঝরে পড়লো তাঁর কণ্ঠে। তিনি বলেন, দলের মাঝে কেউ কেউ বাজেটের বিরোধিতা করছে, যা কোনভাবেই কাম্য নয়।
প্রেসিডেন্ট বলেন, শুল্কারোপের ফলে আগামী মধ্যবর্তী নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করবে লাল শিবির্ অন্যদিকে মুখ থুবড়ে পড়বে ডেমোক্র্যাটিক পার্টি। তাই চোখ বন্ধ করে হাউযে উত্থাপিত হতে যাওয়া বাজেট প্রস্তাবনা পাস করেত রিপাবলিকান আইনপ্রণেতাদের প্রতি আহবান জানান ট্রাম্প।
প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে বলেন, শেষ পর্যন্ত চায়নাসহ সব দেশই অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতায় আসবে বলে বিশ্বাস করেন তিনি। ডনাল্ড ট্রাম্প বলেন, নীল শিবির তাঁর প্রতিটি কাজে বাধা দিয়ে আসছে। যার ফল তারা হাতে হাতে পাবে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে। কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।