ইসরায়েলি হামলায় কতজন নিহত, জানাল ইরান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৩ ২০২৫, ২১:২৪

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। ছবি: রয়টার্স

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। ছবি: রয়টার্স

  • 0

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি শুক্রবার জানান, ইসরায়েলি হামলায় দেশটির সামরিক কর্মকর্তাসহ ৭৮ জন নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলায় শুক্রবার ইরানের কতজন নাগরিক নিহত হয়েছেন, তা জানিয়েছে তেহরান।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি শুক্রবার জানান, ইসরায়েলি হামলায় দেশটির সামরিক কর্মকর্তাসহ ৭৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ৩২০ জনের বেশি নাগরিক।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইরানের এ কূটনীতিক জানান, নিহত বেশির ভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে রয়েছে নারীও শিশু।

ইরানে শুক্রবার শুরুর সময়ে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

তেহরানের বিভিন্ন আবাসিক এলাকাসহ ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল হামলা চালায়। এসব হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি, ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, ইরানের খাতাম আল-আম্বিয়া সদরদপ্তরের মেজর জেনারেল গোলাম আলি রশিদ, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল আমির আলি হাজিজাদেহ নিহত হন।

এ ছাড়া ইসরায়েলি হামলায় প্রাণ হারান কমপক্ষে ছয়জন পরমাণু বিজ্ঞানী।

হামলার জন্য ইসরায়েল কঠিন শাস্তি পাবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।