এভারেস্ট অভিযানে ৩ শেরপা গাইড নিখোঁজ

টিবিএন ডেস্ক

এপ্রিল ১২ ২০২৩, ২৩:৪৬

মাউন্ট এভারেস্ট। ছবি: গেটি ইমেযেস

মাউন্ট এভারেস্ট। ছবি: গেটি ইমেযেস

  • 0

মাউন্ট এভারেস্টের বেয ক্যাম্পের কিছুটা উপর থেকে হিমবাহের ফাটলে পড়ে গিয়ে তিন শেরপা গাইড নিখোঁজ হয়েছেন। নেপালের টুরিযম ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, বুধবার এ দুর্ঘটনা ঘটে।

নেপালের ডিপার্টমেন্ট অফ মাউনটেইনিয়ারিংয়ের কর্মকর্তা যুবরাজ খাতিওয়াদা বলেন, ‘বুধবার সকালে তিন শেরপা এভারেস্টের ফার্স্ট ক্যাম্পের দিকে যাওয়ার সময় প্রায় ১৬০ ফুট নিচে পড়ে গিয়ে হিমবাহের ফাটলে চাপা পড়েন। উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে এবং ওপর থেকে হেলিকপ্টারের সাহায্যে তাদের খোঁজার চেষ্টা করছেন।’

এলাকাটি খুম্বু বরফপ্রপাত নামে পরিচিত। ক্রমাগত স্থান বদল করা এই হিমবাহটিতে অনেক গভীর ফাটল রয়েছে। কোনো কোনো ফাটলের গভীরতা ১০ তলা ভবনের সমান। এই জায়গা পেরিয়ে এভারেস্ট চূড়ায় পৌঁছানো অনেক কষ্টসাধ্য।

এর আগে ২০১৪ সালে পর্বতারোহীদের সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় হিমবাহে চাপা পড়ে ১৬ জন শেরপা গাইডের মৃত্যু হয়। 

শত শত বিদেশি পর্বতারোহী ৮৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টে চড়তে মার্চ থেকে মে পর্যন্ত সময়ে সেখানে যান। অভিযানে তাদের সহায়তা করেন শেরপা গাইডরা।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...