ইউএস সিক্রেট সার্ভিসের পরিচালক কিম শিটলের পদত্যাগ

টিবিএন ডেস্ক

জুলাই ২৩ ২০২৪, ২১:৪৫

ইউএস সিক্রেট সার্ভিসের পরিচালক কিম শিটল। ছবি: সংগৃহীত

ইউএস সিক্রেট সার্ভিসের পরিচালক কিম শিটল। ছবি: সংগৃহীত

  • 0

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পর নিরাপত্তা সংক্রান্ত ব্যর্থতার জেরে মঙ্গলবার পদত্যাগ করেছেন ইউএস সিক্রেট সার্ভিসের পরিচালক কিম শিটল।

হাউয কমিটিতে ট্রাম্পের ওপর হামলায় নিরাপত্তাজনিত ব্যর্থতার বিষয়ে একটি শুনানির পর ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতারাই তাকে পদত্যাগের আহ্বান জানান।

পদত্যাগপত্রে তিনি বলেন, ‘পরিচালক হিসেবে আমি নিরাপত্তাজনিত ত্রুটির সম্পূর্ণ দায় নিচ্ছি।’

পদত্যাগপত্রে শিটল বলেছেন যে তিনি সবসময়ই গোয়েন্দা সংস্থার প্রয়োজনীয়তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং দু:খ ভারাক্রান্ত হৃদয়েই তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি বলেন, ‘গত সপ্তাহ জুড়েই এই বিষয়ে অনেক অনুসন্ধানকাজ পরিচালনা করা হয়েছে এবং আমাদের কার্যক্রমের পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে এটি অব্যাহত থাকবে। আমি চাই না যে আমার পদত্যাগের কারণে আপনারা যে দায়িত্বে নিয়োজিত আছেন সেক্ষেত্রে কোন বিভ্রান্তি তৈরি হোক।’

তার পদত্যাগের পর এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন শিটল এর কয়েক দশকের সেবার জন্য তিনি তার কাছে কৃতজ্ঞ।

বাইডেন বলেন, ‘জুলাইয়ের ১৩ তারিখে কী হয়েছিল তা জানার জন্য তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এর শেষ দেখার জন্য আমি মুখিয়ে আছি। আমরা সবাই জানি যে ওইদিন যা হয়েছে তা আর কখনও হতে দেয়া যাবে না।’

এই সময় দ্রুতই সংস্থাটির নতুন পরিচালক নিয়োগ দেয়া হবে বলেও জানান বাইডেন। তবে নতুন পরিচালক নিয়োগের আগ পর্যন্ত রোনাল্ড রোকে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি আলেজান্দ্রো মায়োর্কাস।


0 মন্তব্য

মন্তব্য করুন