ডেমোক্র্যাটিক প্রাইমারি: ভোটারদের যে অনুরোধ করলেন মামদানি

শরিফুল ইসলাম, নিউ ইয়র্ক

প্রকাশিত: জুন ১৪ ২০২৫, ১৮:০৬ হালনাগাদ: নভেম্বর ২৯ ২০২৫, ৭:৪৯

নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় শুক্রবার বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত জনসভায় মামদানিকে জয়ী করার আহ্বান জানানো হয়। ছবি: টিবিএন

নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় শুক্রবার বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত জনসভায় মামদানিকে জয়ী করার আহ্বান জানানো হয়। ছবি: টিবিএন

  • 0

মাত্র সাত মাসের ব্যবধানে জনমত জরিপে প্রধান প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে এগিয়ে যান জোরান মামদানি।

নিউ ইয়র্ক সিটি নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জনমত জরিপে অ্যান্ড্রু কুওমোর চেয়ে এগিয়ে থাকা জোরান মামদানি।

সিটির কুইন্সের জ্যামাইকায় শুক্রবার বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত জনসভায় তাকে জয়ী করার আহ্বান জানানো হয়।

মাত্র সাত মাসের ব্যবধানে জনমত জরিপে প্রধান প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে এগিয়ে যান জোরান মামদানি।

পলিটিকোর জরিপ অনুযায়ী, মামদানিকে সমর্থন করেন ৩৫ শতাংশ ভোটার। অন্যদিকে কুওমোর প্রতি সমর্থন ছিল ৩১ শতাংশ ভোটারের।

জোরানের এ সাফল্যের পেছনে রয়েছে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির অকুণ্ঠ সমর্থন। তরুণরা তাকে সমর্থন করায় নির্বাচনের হিসাব-নিকেশ বদলে গেছে।

নিউ ইয়র্ককে আরও বাসযোগ্য করতে বিনা মূল্যে বাস ও সাবওয়ে চলাচল, বাড়িভাড়া বৃদ্ধির প্রক্রিয়া স্থগিত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি নেওয়ায় এ জনপ্রিয়তা বেড়েছে বলে মনে করেন এ মেয়র প্রার্থী।

এমন বাস্তবতায় ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে মামদানি টিবিএনকে বলেন, ‘আগামীকাল (শনিবার) আগাম ভোট শুরু হচ্ছে। এটা (প্রতিবেদন) দেখছে এমন সবার প্রতি আমার অনুরোধ থাকবে ভোটদান নিশ্চিত করার…কারণ এটাই ইতিহাস গড়ার সুযোগ।’

প্রাইমারি নির্বাচনের আগে প্রধান প্রতিদ্বন্দী প্রার্থীরা মামদানির বিরুদ্ধে বিষেদাগার করেন। ধর্মীয় পরিচয়কে কটাক্ষ করার পাশাপাশি তার বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগও তোলেন তারা।

এমন পরিস্থিতিতে মামদানি দাবি করেন, তার বিরুদ্ধে বিপুল অর্থ বিনিয়োগ করছেন প্রতিদ্বন্দ্বীরা।

অ্যান্ড্রু কুওমো ও মাইকেল ব্লুমবার্গের উদ্দেশে এ প্রার্থী বলেন, ‘মাইকেল ব্লুমবার্গ, অ্যান্ড্রু কুওমোসহ অন্য সব বিলিয়নেয়ারদের উদ্দেশে বলছি, আপনাদের হাতে যত অর্থই থাকুক না কেন, আপনি একে (জমায়েত) কিনতে পারবেন না।’

আগামী ২৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হলেও তার আগে ১৪ থেকে ২২ জুন পর্যন্ত দেওয়া যাবে আগাম ভোট।