ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে আইসের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তার ২৪

টিবিএন ডেস্ক

জুন ৯ ২০২৫, ২০:৪৪

ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার থেকে সোমবার অভিবাসীপন্থি বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট সদস্যরা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার থেকে সোমবার অভিবাসীপন্থি বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট সদস্যরা। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

ফিফথ এভিনিউতে অবস্থিত টাওয়ারটিতে দুপুরের দিকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের অভিযানের বিরুদ্ধে সোমবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের লবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন প্রতিবাদকারীরা।

বিক্ষেভকারীদের মধ্য থেকে কমপক্ষে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, বিক্ষোভকারীদের অনুপ্রবেশের অভিযোগে অভিযুক্ত করা হতে পারে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফিফথ এভিনিউতে অবস্থিত টাওয়ারটিতে দুপুরের দিকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকালে আহতের কোনো ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে আইসের অভিযান বৃদ্ধির পরিপ্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি সামলাতে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে জনবহুল শহরটিতে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই ট্রাম্প টাওয়ারে বিক্ষোভের খবর পাওয়া গেল।

আইসের অভিযানের বিরুদ্ধে লোয়ার ম্যানহাটনে বিকেলে আরেকটি বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। বিক্ষোভকারীরা ২৬ ফেডারেল প্লাজার সামনে তাদের প্রতিবাদ জানাবেন, যেখানে আইসের অভিযানে আটককৃতদের রাখা হয়েছে।