নিউ ইয়র্কে ব্রুকলিনে বড় যে সব ঈদ জামাত আয়োজন হয়, তার মধ্যে চার্চ ম্যাকডনাল্ড এভিনিউর এই ঈদ জামাত আলোচিত । গত দেড় দশক ধরে ব্রুকলিনে বিভিন্ন মসজিদে ঈদের জামাত হতো । তবে বাংলাদেশী মুসলিম জনগোষ্ঠী বেডে যাওয়ার এখন বড ঈদ জামাত অনুসঠিত হয় এই চার্চ ম্যাকডনালড এভিনিউতে। এবারের ঈদ জামাতে অংশ নেন বিভিন্ন বয়সের মুসল্লিরা ।
ঈদ জামাতে এছাড়াও অংশ নেন প্রবীন মুসল্লিরা, যাদের মধ্যে কেউ কেউ জীবনে প্রথমবারের মতো আমেরিকায় ঈদ জামাত পড়েছেন ।
ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মুহিবুর রহমান। নামাজ শেষে বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করা হয় । গাযার নির্যাতিত মুসলমানদের জন্য সহায়তাও সংগ্রহ করা হয়েছে।
ঈদ জামাত উপস্থিত ছিলেন ন নিউ ইয়র্ক সিটি নির্বাচনের প্রার্থী শাহানা হানিফ। ঈদ জামাতে অংশ নিতে আসা প্রবাসী বাংলাদেশি অ্যামেরিকানদের কাছে ভোট চেয়েছেন তিনি।