রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচণ্ড ক্ষমতালোভী, তিনি শান্তি চান না, বরং ইউক্রেইনকে দখল করতে চান। সোমবার সিএনএন এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বলেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
তিনি জানান, ক্ষমতার জন্য এমনকি ক্রেমলিন সীমান্ত অতিক্রম করে লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়ার মতো দেশেও আগ্রাসন চালাতে পারেন পুতিন। সেক্ষেত্রে নেইটোর চুক্তি অনুযায়ী অ্যামেরিকার সেনাদের এসব দেশের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যেতে হবে এ প্রসঙ্গে পেন্স বলেন গত দুই মাস ধরে দেখা যাচ্ছে কিয়িভ যুদ্ধবিরতির প্রস্তাবি রাজি হলেও মস্কো তাতে সাড়া দিচ্ছে না।
আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে মাইক জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচণ্ড ক্ষমতালোভী, তিনি শান্তি চান না, বরং ইউক্রেইনকে দখল করে নিতে চান। পেন্স বলেন, এমনকি ক্রেমলিন সীমান্ত অতিক্রম করে লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়ার মতো দেশেও আগ্রাসন চালাতে পারেন পুতিন।
সেক্ষেত্রে নেইটোর চুক্তি অনুযায়ী অ্যামেরিকার সেনাদের এসব দেশের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যেতে হবে এবং সংঘাত অনিবারয হয়ে উঠবে। এ প্রসঙ্গে পেন্স বলেন গত দুই মাস ধরে দেখা যাচ্ছে কিয়িভ যুদ্ধবিরতির প্রস্তাবি রাজি হলেও মস্কো তাতে সাড়া দিচ্ছে না।
গর্ভপাতের সমর্থক আরএফকে জুনিয়রের হেলথ সেক্রেটারি হওয়াকে অগ্রহণযোগ্য বলে মনে করেন পেন্স।সিএনএন এর এই সাক্ষাৎকারটি নেয়া হয় বোস্টনের জনএফ কেনেডি লাইব্রেরিতে। যেখানে ২০২১ সালের ৬ই জানুয়ারি অ্যামেরিকার গণতন্ত্রের ক্রান্তিকালে অনন্য ভূমিকায়, রবিবার রাতে জনএফ কেনেডি প্রোফাইল ইন কারেজ অ্যাওয়ার্ডে ভূষিত হন মাইক।
ওই দিনটির কথা স্মরণ করে সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেন, কোন একক ব্যক্তির কারণে সেদিন সংকট উত্তরণ সম্ভব হয়নি। রিপাবলিকান এবং ডেমেক্র্যাট আইন-প্রণেতারা ভূমিকা রেখেছেন।আর তাদের পাশে দাঁড়িয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাই ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করায় হতাশা প্রকাশ করেন মাইক পেন্স।