অ্যামেরিকায় তীব্র তাপপ্রবাহের মধ্যে ডেথ ভ্যালিতে পর্যটকদের ঢল

টিবিএন ডেস্ক

জুলাই ৯ ২০২৪, ১৭:৫৯

বিপজ্জনক তাপমাত্রায় ডেথ ভ্যালি ভ্রমণ করছেন পর্যটকরা। ছবি: সংগৃহীত

বিপজ্জনক তাপমাত্রায় ডেথ ভ্যালি ভ্রমণ করছেন পর্যটকরা। ছবি: সংগৃহীত

  • 0

বিপজ্জনক তাপপ্রবাহের মধ্যেই পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে কয়েক শ ইউরোপিয়ান ও অ্যামেরিকান পর্যটকের ঢল নেমেছে। চরমভাবাপন্ন আবহাওয়া ও জনমানবশূন্য এই অঞ্চলটি তাদের আকর্ষণ করছে।

এবিসি নিউজ জানিয়েছে,বরফে ঢাকা পাহাড় এবং সবুজ পাহাড়ের চেয়ে আলাদা এই জনশূন্য অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলতে ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইংরেজ ও সুইস পর্যটকরা সোমবার তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ভাড়া গাড়ি ও মোটরহোম ছেড়ে এই তীব্র তাপে অবস্থান করছেন।

অ্যামেরিকান অভিযাত্রীরা এই ব্যতিক্রমী স্থানকে পর্যটন স্থল হিসেবে পছন্দ করছেন। পর্যটকরা এরকম উষ্ণ স্থানকে মঙ্গল গ্রহের সঙ্গে তুলনা করেন। ক্যালিফোর্নিয়ার পার্কের কর্মকর্তারা পর্যটকদের নিরাপদে থাকার জন্য ইতোমধ্যে সতর্ক করেছেন।

পার্কের সুপারিনটেনডেন্ট মাইক রেনল্ডস একটি বিবৃতিতে সতর্ক করে বলেছেন, ‘এই ধরনের উচ্চ তাপ আগত পর্যটকদের স্বাস্থ্যের জন্য সত্যিকার অর্থে হুমকি সৃষ্টি করতে পারে।’

পূর্ব ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে শনিবার ও রোববার ১২৮ ডিগ্রি ফারেনহাইট উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পার্কে আসা অজ্ঞাত এক পর্যটক শনিবার হিট স্ট্রোকে মারা গেছেন। আরও একজন দর্শনার্থীকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tourists still flock to Death Valley amid searing, deadly heat wave
রাতেও ডেথ ভ্যালির তাপমাত্রা থাকছে বিপজ্জনক। ছবি: সংগৃহীত

পার্কের এক বিবৃতিতে বলা হয়েছে, মারা যাওয়া ওই পর্যটক বাডওয়াটার বেসিন এলাকার মধ্য দিয়ে যাওয়া ছয়জন মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন। এছাড়া বিপজ্জনক তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়া বাকি চারজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে। ১২০ ডিগ্রি ফারেনহাইটের কারণে বিমান নিরাপত্তা জনিত কারণে বেশি ওপরে উড়তে সক্ষম না হওয়ায় তাদের জরুরি চিকিৎসার জন্য হেলিকপ্টার সেবা দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সপ্তাহের মাঝে তাপমাত্রা ১৩০ ডিগ্রি ফারেনহাইট হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আরও পড়ুন: তাপদাহে বিপর্যস্ত অ্যামেরিকার পশ্চিমাঞ্চল

অ্যালাস্কার পর বৃহত্তম জাতীয় উদ্যান ডেথ ভ্যালি বিশ্বের সবচেয়ে চরমভাবাপন্ন পরিবেশগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। সবশেষ ২০২১ সালে পার্কটিতে ১৩০ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়।

সুইজারল্যান্ডের বাসেলের টমাস ম্জলিক তিন অঙ্কের উষ্ণতা নিয়ে বলেন, ‘বিষয়টি সত্যি মুগ্ধকর। এখানের তাপমাত্রা একটি ঢেউয়ের মতো। গাড়ি থেকে নামার সময় দেহে এর অনুভূতি বোঝা যায়। তবে এটি খুব শুষ্ক তাপ। ইউরোপের মতো নয়।’

নেভাডার মরুভূমি জুড়ে লাস ভেগাসে রোববার সর্বোচ্চ তাপমাত্রা ১২০ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়েছে এবং সোমবার রেকর্ড সর্বোচ্চ ১১৫ ডিগ্রি ফারেনহাইট ছুঁতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। ন্যাশনাল ওয়েদার সার্ভিস ফিনিক্সে সর্বোচ্চ ১১৭ ডিগ্রি ফারেনহাইট এর পূর্বাভাস দিয়েছে।

এছাড়া ওয়েস্টে প্রচণ্ড গরম ও দীর্ঘস্থায়ী খরায় গাছপালাও শুকিয়ে গেছে যা দাবানলকে বাড়িয়ে তুলতে পারে।

পার্কের বিভিন্ন স্থানে পর্যটকদের সতর্ক করতে দেয়া হয়েছে সাইনবোর্ড। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার স্যান্টা বারবারা কাউন্টির পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া দাবানল সোমবার রাত পর্যন্ত ৩৪ বর্গমাইল ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মাত্র আট শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অ্যামেরিকায় সোমবার ১৪৬ মিলিয়নের বেশি মানুষ তাপ সতর্কতার অধীনে ছিল। বিশেষ করে পশ্চিমা স্টেইটগুলোতে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ওরেগনে দৈনিক উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে পোর্টল্যান্ড এলাকায় চারজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ হান্না চ্যান্ডলার-কুলি বলেন, পোর্টল্যান্ডে গত শুক্রবার, শনিবার ও রোববারের দৈনিক রেকর্ড তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে। সেখানে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ১০২ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পোর্টল্যান্ডে উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ওয়েস্ট ও প্যাসিফিক নর্থওস্টের কয়েক ডজন অঞ্চলে সপ্তাহান্তে পূর্ববর্তী তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি সপ্তাহেও রেকর্ড তাপমাত্রা প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

ইউরোপিয়ান ক্লাইমেট সার্ভিস কোপার্নিকাস জানিয়েছে, জুনে বৈশ্বিক তাপমাত্রা টানা ১৩ তম মাসের জন্য রেকর্ড উষ্ণ ছিল এবং টানা ১২তম মাসে বিশ্ব প্রাক-শিল্প যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণ ছিল।