অ্যামেরিকায় ২০ বছর পর প্রথম ম্যালেরিয়ার সংক্রমণ

টিবিএন ডেস্ক

জুন ২৭ ২০২৩, ২১:৩১

মশার কামড় থেকে রক্ষা পেতে ও মশার বৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে সিডিসি। ছবি: সংগৃহীত

মশার কামড় থেকে রক্ষা পেতে ও মশার বৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে সিডিসি। ছবি: সংগৃহীত

  • 0

২০ বছর বিরতি দিয়ে এই প্রথম ফ্লোরিডা ও টেক্সাসে স্থানীয় বাসিন্দাদের দেহে ম্যালেরিয়া সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

গত দুই মাসের মধ্যে ফ্লোরিডায় চার জন ও টেক্সাসে ১ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।

প্রতিবছর অ্যামেরিকায় প্রায় দুই হাজার মানুষের দেহে ম্যালেরিয়া শনাক্ত হয়। তবে তাদের সবাই দেশের বাইরে থেকে ভ্রমণ করে আসা।

অ্যামেরিকা ১৯৭০ সালে ম্যালেরিয়া নির্মূলের জন্য প্রসংশাপত্র অর্জন করে। তবে ২০০৩ এর দিকে ফের অ্যামেরিকাতে স্থানীয়দের মধ্যে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। এর পরে স্থানীয়দের মধ্যে ম্যালেরিয়ার সংক্রমণ আর দেখা যায়নি।

স্টেইটের হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, ফ্লোরিডার সারাসোটা কাউন্টিতে সোমবার ম্যালেরিয়া সংক্রান্ত পরামর্শ জারি করা হয়েছে। অসুস্থ চার ব্যক্তি এখন সুস্থ আছেন।

এক ব্যক্তির দেহে সংক্রমণের ঘটনার পর টেক্সাসেও সতর্কতা জারি করা হয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বাড়িতে মশার কামড় থেকে রক্ষা পেতে ও মশার বৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে। মশা নিয়ন্ত্রণে প্রতিষেধক ব্যবহার করার পরামর্শও দিয়েছে তারা। ঢিলেঢালা ও লম্বা হাতার পোশাক পরতে বলা হয়েছে। বাড়ির দরজা জানালায় স্ক্রিন ব্যবহার ও দরকারে এয়ার কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দিয়েছে সিডিসি।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...