পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত হেরেছে দাবি করে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন পাকিস্তানের জ্যেষ্ঠ এক রাজনীতিক।
জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান ফজলুর রহমান বলেন, পাকিস্তানের সঙ্গে পরাজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত পদত্যাগ করা।
এক বিবৃতিতে ফজলুর বলেন, ভারতে অজনপ্রিয় হয়ে গেছেন মোদি। দেশটির প্রধানমন্ত্রী হিন্দুত্ব কার্ড ব্যবহারে ব্যর্থ হয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর বর্তমান পরিস্থিতি অবহিত করতে সর্বদলীয় সম্মেলন ডাকতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফজলুর রহমান।
ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাত বন্ধ হলেও এখনও বাকযুদ্ধে লিপ্ত রয়েছেন দুই দেশের রাজনীতিকরা।
ভারতের পাঞ্জাবের আদমপুরে মঙ্গলবার বিমান বাহিনীর ঘাঁটিতে দেওয়া এক বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে কড়া বার্তা দেন।
তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ও ‘বাহিনীটির প্রশ্রয়ে থাকা’ সন্ত্রাসীদের পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকার কোনো জায়গা নেই।
ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে মোদি বলেন, ‘আপনারা সবাই পাকিস্তানের সেনাবাহিনীকে দেখিয়েছেন যে, পাকিস্তানে এমন কোনো জায়গা নেই, যেখানে তারা সন্ত্রাসীদের আশ্রয় দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানে এমন কোনো প্রান্ত নেই, যেখানে সন্ত্রাসীরা শান্তিতে বসতে পারে। পাকিস্তানের যেখানেই থাকুক না কেন, আমরা তাদের আঘাত করতে পারি।’