আমিরাতের প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৫, ১৮:৫৩

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাসর আল ওয়াতানে বৃহস্পতিবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাসর আল ওয়াতানে বৃহস্পতিবার অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: রয়টার্স

  • 0

এমবিজেডের ব্যাপক প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমরা ভালো বন্ধু। আপনাকে মহান যোদ্ধা, খুবই বলিষ্ঠ ব্যক্তি, একজন অত্যন্ত মেধাবী ব্যক্তি, অল্প কয়েকজনের মতো মহান ভিশনের মানুষ হিসেবে বিবেচনা করা হয়।’

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গিয়ে সেখানকার প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের (এমবিজেড) ভূয়সী প্রশংসা করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

আবুধাবিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন ট্রাম্প। তিনি এমবিজেডকে ‘অত্যন্ত মেধাবী ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন।

অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘অনেক মানুষ যা জানে না, তা হলো আপনি (এমবিজেড) ও আমি (ট্রাম্প) দীর্ঘদিনের বন্ধু।’

এমবিজেডের ব্যাপক প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমরা ভালো বন্ধু। আপনাকে মহান যোদ্ধা, খুবই বলিষ্ঠ ব্যক্তি, একজন অত্যন্ত মেধাবী ব্যক্তি, অল্প কয়েকজনের মতো মহান ভিশনের মানুষ হিসেবে বিবেচনা করা হয়।

‘আপনার (এমবিজেড) খুব ভালো দুই বন্ধুর সঙ্গে সফর শেষ করেছি আমরা। আমরা আপনার বিষয়ে কথা বলেছি। তারা যা বলেছে, তার সবকিছু আপনাকে বলব না আমি, তবে আমি আপনাকে বলতে পারি যে, সবকিছু ভালো ছিল।’

ওই সময় এমবিজেড ট্রাম্পকে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে এগিয়ে নিতে অ্যামেরিকার সঙ্গে কাজ করবে ইউএই।

ট্রাম্পকে স্বাগত জানিয়ে এমবিজেড আরও বলেন, ‘জনাব প্রেসিডেন্ট, আরও একবার আমি আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাই এবং আমি আশা করি এ সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।’