ইরানে ইসরায়েলের হামলার পর শুক্রবার এক লাফে পাঁচ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম।
তেলের এ দরবৃদ্ধি গত দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির শঙ্কার মধ্যে বাড়ল তেলের দাম।
এ অঞ্চলে সামরিক সংঘাতের মাত্রা বৃদ্ধিতে ব্যাহত হতে পারে তেলের সরবরাহ।
গ্রিনিচ মান সময় শুক্রবার একটা ৪৬ মিনিটে এক ব্যারেল ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম পাঁচ দশমিক ৬৪ শতাংশ বা তিন দশমিক ৯১ ডলার বেড়ে দাঁড়ায় ৭৩ দশমিক ২৭ ডলারে। এ দরবৃদ্ধি ৩ এপ্রিলের পর সর্বোচ্চ।
এর বাইরে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ছয় দশমিক শূন্য এক শতাংশ বা চার দশমিক শূন্য ৯ ডলার বেড়ে দাঁড়ায় ৭২ দশমিক ১৩ ডলারে।
ইসরায়েল শুক্রবার শুরুর সময়ে জানায়, দেশটি ইরানের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের সংবাদমাধ্যমগুলো জানায়, তেহরানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
পরমাণু বোমা তৈরির সরঞ্জাম উৎপাদন সীমিত করতে ইরানের সঙ্গে অ্যামেরিকার চুক্তির প্রচেষ্টার মধ্যেই তেহরানের ওপর হামলা চালাল তেল আবিব।