ইসরায়েলে ইরানের হামলায় আহত ২০ জনের বেশি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৩ ২০২৫, ১৯:৪৭ হালনাগাদ: ডিসেম্বর ৮ ২০২৫, ১৪:১৮

ইরানে হামলার পর তেল আবিবে উড়তে থাকা ধোঁয়া। ছবি: এপি

ইরানে হামলার পর তেল আবিবে উড়তে থাকা ধোঁয়া। ছবি: এপি

  • 0

জরুরি সেবা সংস্থাটি জানায়, হামলায় কমপক্ষে ২১ জন আহত হন। বৃহত্তর তেল আবিব এলাকায় গুরুতর আহত দুজন ব্যক্তি একটি ভবনে আটকা পড়েন।

ইসরায়েলের প্রাণকেন্দ্রে ইরানের হামলায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস।

জরুরি সেবা সংস্থাটি জানায়, হামলায় কমপক্ষে ২১ জন আহত হন। বৃহত্তর তেল আবিব এলাকায় গুরুতর আহত দুজন ব্যক্তি একটি ভবনে আটকা পড়েন।

এর আগে জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে তেল আবিবভিত্তিক সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলে হামলায় আহত হন ১৫ জন। তাদের মধ্যে একজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

এর আগে ইসরায়েলের হামলার জবাবে দেশটিকে লক্ষ্য করে ইরান একশর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানায় হারেৎজে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ইসরায়েলজুড়ে সাইরেন সক্রিয় করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-আইআরএনএর বরাত দিয়ে সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইসরায়েলি হামলার বদলা নেওয়া শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস-আইডিএফ জানিয়েছে, ইরানের অস্ত্রের হামলার মুখে গোটা ইসরায়েল।