নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন-কুইন্স হাইওয়েতে বৃহস্পতিবার শুরুর সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৫৫ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বাহিনীটির বরাতে এনওয়াই ডেইলি নিউজ জানায়, কাওয়াসাকি কেএলআর৬৫০ ব্র্যান্ডের একটি মোটরসাইকেলে করে এক্সপ্রেসওয়ে ধরে পশ্চিমের দিকে যাচ্ছিলেন আরোহী। রাত দুইটার ঠিক আগে ক্লিনটন হিলের এমারসন প্লেসে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারান।
ব্রুকলিন নেভি ইয়ার্ডের কাছাকাছি দূরত্বে কংক্রিটের সড়ক বিভাজকে মোটরসাইকেল ধাক্কা খাওয়ার পর সড়কে ছিটকে পড়েন আরোহী। খবর পেয়ে তাকে ব্রুকডেইল ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। সেখানে কিছুক্ষণ পর তার মৃত্যূ হয়।
ভুক্তভোগীর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার পর বৃহস্পতিবার সকালে কিছু সময়ের জন্য ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়ের পশ্চিমমুখী অংশ বন্ধ রাখে পুলিশ। বাহিনীটি দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে।