মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। জামাতে অংশ নিয়ে মুসল্লীরা জানান, ত্যাগের সাথে ভ্রাতৃত্বের বন্ধনই পারে মুসলিম উম্মাহর অগ্রগতি ধরে রাখতে।
নিউ ইয়র্কের পাচটি বরোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে । তার ধারবাহিকতায় ব্রঙ্কসে বেশ কয়েকটি জামাত হয়েছে। তার মধ্যে অন্যতম বাংলা বাজার জামে মসজিদের খোলা মাঠে ঈদের জামাত।
জামাতে অংশ নেন হাজারো মুসল্লী। সকল ভেদাভেদ ভুলে এ যেন মুসলিম উম্মাহর মিলনমেলা। যাতে উঠে আসে একতা ও বন্ধুত্বের বন্ধন। যেখানে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। সেই সাথে অ্যামেরিকায় এমন বিশাল আয়োজনে নামাজ পড়তে পেরে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।
মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মাধ্যমে তার সন্তুষ্টি লাভে মুসলিমরা যে অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে, সেটি বিশ্ববাসীর জন্য অনুকরণীয়। আর পশু কোরবানির মধ্য দিয়ে যে ত্যাগের বার্তা, তাই ইসলামের দর্শন।
আল্লাহর দরবারে প্রার্থনারত এ হাত জানান দিচ্ছে, তিনি যেনো শান্তিতে রাখেন বিশ্ববাসীকে। হেফাজত করে দুনিয়ার সকল নির্যাতিত মুসলিমদের। তাই এ আনন্দের মাঝে সেসকল মজলুমদের জন্য দোয়া করছেন সবাই।
অ্যামেরিকায় কোরবানি বাংলাদেশের মত উন্মুক্ত স্থানে হয় না। এখানে নির্দিষ্ট স্থানে কোরবানি দিতে হয়। যারা বিভিন্ন ফার্মে কোরবানি দিয়েছেন, নামাজ শেষে দ্রুত সেসব স্থানের উদ্দেশ্যে রওয়ানা হোন তারা।