ফেডারেল অভিবাসন আইন বাস্তবায়ন কর্মকাণ্ডে স্টেইটের সম্পদ ব্যবহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের নামে মামলা করেছে ২০টি স্টেইটের অ্যাটর্নি জেনারেলদের জোট।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনটা মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, ‘অভিবাসন আইন বাস্তবায়নের ফেডারেল কর্মকাণ্ডে সম্পদ ব্যবহার করতে স্টেইট ও স্থানীয় সরকারগুলোকে বাধ্য করার এখতিয়ার নেই প্রেসিডেন্ট ট্রাম্পের। তাদের (স্টেইট ও স্থানীয় সরকার) সেটা করতে তার (ট্রাম্প) সর্বশেষ চেষ্টা মারাত্মকভাবে অবৈধ।’
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, স্টেইটের প্রসিকিউটরদের জোট ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের নামে দুটি মামলা করে।
মামলায় তারা ইউএস ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রদত্ত বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তার ওপর শর্ত আরোপ নিয়ে প্রশ্ন তোলেন।
স্টেইটগুলোর কর্মকর্তারা জানান, ফেডারেল ব্যয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস। নির্বাহী বিভাগ এ সিদ্ধান্ত নিতে পারে না।
মামলার বাদীদের ভাষ্য, অভিবাসনের সঙ্গে অনুদানের কোনো শর্ত নেই। অভিবাসন সংক্রান্ত কাজে ব্যয় না হয়ে এসব অর্থ ব্যয় হচ্ছে সড়ক ও আকাশপথ, সন্ত্রাসবিরোধী তৎপরতা ও জরুরি অবস্থার প্রস্তুতির কাজে।
এ বিষয়ে বনটা বলেন, ‘স্টেইটগুলো তার দাবি না মানলে আমাদের অর্থগুলো সড়কের উন্নয়ন, আমাদের বিমানগুলোকে আকাশে রাখা, দুর্যোগের জন্য প্রস্তুতি এবং সন্ত্রাসী হামলা প্রতিহত করার কাজে ব্যবহারের হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট।’
মামলায় পক্ষভুক্ত স্টেইটগুলো হলো ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নিউ জার্সি, রোড আইল্যান্ড, ম্যারিল্যান্ড, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, মেইন, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, নেভাডা, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, অরেগন, ভারমন্ট, ওয়াশিংটন ও উইসকনসিন।