‘গার্সিয়ার মুক্তির জন্য কোনো চেষ্টাই করছে না ট্রাম্প প্রশাসন’

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৪ ২০২৫, ১১:০০

ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। ফাইল ছবি

ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। ফাইল ছবি

  • 0

ভুলে এল স্যালভাদরে বিতাড়িত কিলমার অ্যাব্রেগো গার্সিয়ার মুক্তিতে কোন চেষ্টাই করছে না ট্রাম্প প্রশাসন। সেখানকার মেগা প্রিযনে আটক গার্সিয়ার সঙ্গে দেখা শেষে দেশে ফিরে এমন কথা জানালেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া।

ভুলে এল স্যালভাদরে বিতাড়িত কিলমার অ্যাব্রেগো গার্সিয়ার মুক্তির জন্য কোনো চেষ্টাই করছে না ট্রাম্প প্রশাসন। সেখানকার মেগা প্রিযনে আটক গার্সিয়ার সঙ্গে দেখা করে দেশে ফিরে এ কথা জানালেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া। এনবিসি নিউযকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এল স্যালভাদেরে অ্যামেরিকান দূতাবাস কোন পদক্ষেপ নিচ্ছে না।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতাড়ন এবং ইহুদি বিদ্বেষের নামে শিক্ষার্থী আটকের প্রক্রিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ডেমোক্র্যাটিক আইন- প্রণেতারা। মঙ্গলবার ম্যাসাচুসেটস সেনেটর অ্যাড মার্কি, কংগ্রেসওম্যান আয়ানা প্রেসলি এবং কংগ্রেসম্যান জিম ম্যাকগভার্ন লুইযিয়ানারা একটি আইস ডিটেনশন সেন্টার পরিদর্শন করেছেন।

সেখানে কলাম্বিয়ার সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিল এবং টাফটস ইউনিভার্সিটির শিক্ষার্থী রামিসা ওজটার্কের সঙ্গে দেখা করেছেন নীল শিবিরের তিন আইনপ্রণেতা। তারা বলছেন, রামিসা কোন অন্যায় করেননি। তাকে দিনের আলোতে শুধুমাত্র কথা বলার অপরাধে অপহরণ করেছে আইস এইজেন্টরা।

পরে সেনেটরমার্কি পিবিএস নিউযকে জানান, বাকস্বাধীনতা হুমকির মুখে। ওজটার্ক সংবিধানের প্রথম সংশোধনীর আওতায় থেকেই প্রতিবাদ জানিয়েছেন। এমনকি তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি বলে দাবি করেন তিনি।

এদিকে ভুলে এল স্যালভাদরে বিতাড়িত কিলমার অ্যাব্রেগো গার্সিয়ার মুক্তিতে কোন চেষ্টাই করছে না ট্রাম্প প্রশাসন। সেখানকার মেগা প্রিযনে আটক গার্সিয়ার সঙ্গে দেখা শেষে দেশে ফিরে এমন কথা জানালেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া।

এনবিসি নিউযকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এল স্যালভাদেরে অ্যামেরিকান দূতাবাস কোন পদক্ষেপ নিচ্ছে না। মঙ্গলবার রাতে ম্যারিল্যান্ডের এক ফেডারেল জাজ বলেছেন, কিলমারকে এল স্যালভাদরে প্রত্যর্পণের বিষয়ে সরকার স্পষ্ট কোন ধারণা দিচ্ছে না। যা আইনের শাসনের প্রতিষ্ঠায় বড় ধরণের প্রতিবন্ধক।