আইসের হাতে আটকের পর অ্যামেরিকা ছাড়লেন টিকটক মেগাস্টার খাবি লামে

টিবিএন ডেস্ক

জুন ৯ ২০২৫, ২১:৩১

টিকটক মেগাস্টার খাবি লামে। ছবি: গেটি ইমেজেস/এনওয়াই ডেইলি নিউজ

টিকটক মেগাস্টার খাবি লামে। ছবি: গেটি ইমেজেস/এনওয়াই ডেইলি নিউজ

  • 0

আইসের একজন প্রতিনিধি অ্যামেরিকাভিত্তিক ম্যাগাজিন পিপলকে জানান, নেভাডার লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গত ৬ জুন ইতালির নাগরিক ২৫ বছর বয়সী সেরিঙ্গে খাবানে লামেকে (খাবি লামে) আটক করে আইস।

ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের হাতে আটক হওয়ার পর অ্যামেরিকা ছেড়েছেন টিকটক মেগাস্টার খাবি লামে।

আইসের একজন প্রতিনিধি অ্যামেরিকাভিত্তিক ম্যাগাজিন পিপলকে জানান, নেভাডার লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গত ৬ জুন ইতালির নাগরিক ২৫ বছর বয়সী সেরিঙ্গে খাবানে লামেকে (খাবি লামে) আটক করে আইস।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, টিকটকে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে খাবি লামের, যে সংখ্যাটি ১৬ কোটির বেশি। ‘ভিসার শর্তের বেশি দিন থাকায়’ তাকে অ্যামেরিকা ছাড়তে বলা হয়।

হেরি রিড বিমানবন্দরে লামেকে থামায় আইস। আটকের পর তাকে স্বেচ্ছায় অ্যামেরিকা ছাড়ার সুযোগ দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল তারকা খাবি লামের জন্ম সেনেগালে। শৈশবে মাতৃভূমি ছেড়ে ইতালিতে পাড়ি জমান তিনি। ২০২২ সালের আগস্টে ইতালির নাগরিকত্ব পান এ তরুণ।

করোনাভাইরাস মহামারির সময় চাকরি হারানোর পর টিকটকে আলাপহীন কমেডি ভিডিও শেয়ার করে খ্যাতির চূড়ায় ওঠেন লামে।

টিকটকে জনপ্রিয়তা নিয়ে পিপল ম্যাগাজিনকে লামে বলেন, ‘টিকটকে আসার আগে আমি কারখানায় কাজ করতাম। আমার বিভিন্ন ধরনের অনেক কাজ ছিল।

‘আমার পরিবার—ছোট্ট তিন ভাই, বড় এক ভাই এবং আমার মা-বাবার ভরণপোষণে সহায়তা করছিলাম। তারপর আমার পৃথিবী পুরোপুরি বদলে গেল। বর্তমান জীবন সম্পূর্ণ ভিন্ন।’