গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক’ হামাস

টিবিএন ডেস্ক

জুলাই ৪ ২০২৫, ১৯:৩৪

গাজার আল শাতি শরণার্থী ক্যাম্পে শুক্রবার ইসরায়েলি হামলায় বিধ্বস্ত আবাসিক ভবন। ছবি: মাহমুদ ইসা/রয়টার্স

গাজার আল শাতি শরণার্থী ক্যাম্পে শুক্রবার ইসরায়েলি হামলায় বিধ্বস্ত আবাসিক ভবন। ছবি: মাহমুদ ইসা/রয়টার্স

  • 0

যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে পরিচিত কর্মকর্তা রয়টার্সকে জানান, হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক, যা যুদ্ধবিরতির চুক্তিকে সহজতর করতে পারে।

অ্যামেরিকার মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে হামাস তার প্রতিক্রিয়া জমা দিয়েছে বলে শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন ফিলিস্তিনের এক কর্মকর্তা।

যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে পরিচিত ওই কর্মকর্তা বার্তা সংস্থাটিকে জানান, হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক, যা যুদ্ধবিরতির চুক্তিকে সহজতর করতে পারে।

এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধ বন্ধে ‘চূড়ান্ত প্রস্তাব’ ঘোষণা করেন। তিনি বলেন, যুদ্ধরত পক্ষগুলোর কাছ থেকে আগামী ঘণ্টাগুলোতে উত্তর আশা করছেন তিনি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আমাদের প্রতিক্রিয়া মধ্যস্থতাকারী কাতার ও মিসরের কাছে হস্তান্তর করেছি আমরা।’

যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এ ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ‘হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক এবং আমি মনে করি, চুক্তিতে পৌঁছানোতে সহায়ক হওয়ার পাশাপাশি একে সহজতর করা উচিত এটির।’

ট্রাম্প মঙ্গলবার জানান, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার অত্যাবশ্যকীয় শর্তগুলোতে রাজি হয়েছে ইসরায়েল।

তিনি আরও জানান, দুই মাস সময়ের মধ্যে ফিলিস্তিনের উপত্যকাটিতে অ্যামেরিকার মিত্র রাষ্ট্রটির যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চলবে।

ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বারবার বলেছেন, হামাসকে অবশ্য অস্ত্র ছেড়ে দিতে। তার এ প্রস্তাব নিয়ে আলোচনা করতে এখন পর্যন্ত অস্বীকৃতি জানিয়েছে গাজার নিয়ন্ত্রক দলটি।

ওয়াশিংটনে সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে নেতানিয়াহুর। অ্যামেরিকার সময় শুক্রবার শুরুর সময়ে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হয়েছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসা করা হয় ট্রাম্পকে। উত্তরে তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় আমরা জানতে পারব।’