আল জাজিরার খবর
গাজায় শিশুদের মুখে খাবার তুলে দিতে অভুক্ত থাকছেন মায়েরা

টিবিএন ডেস্ক

জুলাই ৫ ২০২৫, ১৯:৩৯

মধ্য গাজার দেইর আল-বালাহর একটি তাঁবুতে ২০২৪ সালের ৯ নভেম্বর সন্তানদের সঙ্গে খাবার খান জাবালিয়া থেকে বাস্তুচ্যুত নারী ইতিমাদ আল-কানু। ছবি: রামাদান আবেদ/রয়টার্স

মধ্য গাজার দেইর আল-বালাহর একটি তাঁবুতে ২০২৪ সালের ৯ নভেম্বর সন্তানদের সঙ্গে খাবার খান জাবালিয়া থেকে বাস্তুচ্যুত নারী ইতিমাদ আল-কানু। ছবি: রামাদান আবেদ/রয়টার্স

  • 0

আল জাজিরার প্রতিবেদকের ভাষ্য, গাজার এ পরিস্থিতি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন-জিএইচএফের আরেকটি দিক উন্মোচন করেছে। তারা যা করছে, সেটা সর্বোচ্চ ত্রাণ বিতরণ। এটি বড় পরিসরে প্রদর্শনমূলক। এখানে প্রকৃত অর্থে মানবিক কিছু নেই

ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের মধ্যে ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে ফিলিস্তিনের গাজায়।

উপত্যকায় শিশুদের জন্য পর্যাপ্ত খাবার রাখতে মায়েরা অভুক্ত থাকছেন বলে জানিয়েছে আল জাজিরা।

সংবাদমাধ্যমটি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে খাবার নিতে গিয়ে সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির রিপোর্টার হানি মাহমুদ প্রত্যক্ষদর্শীর বরাতে গাজার বিভীষিকাময় পরিস্থিতি তুলে ধরেন।

তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লোকজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মরদেহ পড়ে ছিল খাদ্য বিতরণ কেন্দ্রে, কিন্তু গুলির ভয়ে কেউই মৃতদেহ বহন করে নিয়ে আসার সাহস পর্যন্ত করতে পারেনি।

আল জাজিরার প্রতিবেদক জানান, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো থেকে মুষ্টিমেয় কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এগুলোকে হাসপাতালে পাঠানো হয়েছে। মধ্য ও দক্ষিণ গাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে মৃতের তথ্য নথিবদ্ধ করা হয়েছে।

তিনি জানান, গাজায় চাপিয়ে দেওয়া পানিশূন্যতা ও অনাহার ব্যাপক। লোকজন অভুক্ত থাকছে। অনেক পরিবারে খাওয়া-দাওয়া বন্ধ রয়েছে। সন্তানের জন্য পর্যাপ্ত খাবার রাখতে মায়েরা আহার এড়িয়ে যাচ্ছেন।

আল জাজিরার প্রতিবেদকের ভাষ্য, গাজার এ পরিস্থিতি গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন-জিএইচএফের আরেকটি দিক উন্মোচন করেছে। তারা যা করছে, সেটা সর্বোচ্চ ত্রাণ বিতরণ। এটি বড় পরিসরে প্রদর্শনমূলক। এখানে প্রকৃত অর্থে মানবিক কিছু নেই

হানি মাহমুদের ভাষ্য, জিএইচএফ খাবার নিতে মরিয়া লোকজনকে বিপজ্জনক অবস্থায় জড়ো করেছে। তাদের এ কাজে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা কিংবা স্বচ্ছতা।