সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতায় হাউযে পাশ হওয়া ছয় মাসের সরকারি অর্থায়ন বিল নিয়ে বুধবার, সেনেট ফ্লোরে বক্তব্য রাখেন মাইনোরিটি লিডার চাক শুমার। তিনি বলেন, বিলটি তৈরিতে ডেমোক্র্যাটদের কোনো মতামতই নেয়া হয়নি।
শুমার জানান, সেনেট ডেমোক্র্যাটরা বিলটির পক্ষে ভোট দেবে না। এ বিষয়ে তারা ঐক্যবদ্ধ রয়েছেন।
চাক শুমার দাবি করেন রিপাবলিকানদের বিল সরকারি কার্যক্রমে অচলাবস্থা এড়াতে পারবে না। তার পরিবর্তে ৩০ দিনের অর্থায়ন বিলে পাশ করতে আহ্বান জানান তিনি।
এদিকে, ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন হাউয ডেমোক্র্যাটরা।
হাউয মাইনোরিটি লিডার হাকিম জেফরিয দাবি করেন, রিপাবলিকানদের এই বিল সেনেটে পাশ হলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সে কারণেই তারা বিলটির বিরোধিতা করেছেন। সবার জন্য উপকারী একটি দ্বিদলীয় বিলের জন্য কাজ করতে হাউয ডেমোক্র্যাটরা প্রস্তুত বলে জানান জেফরিয।
সেনেট ডেমোক্র্যাটরাও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন বলে আশা করেন জেফরিয।
হাউয ডেমোক্র্যাটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার বলেন- রিপাবলিকানদের এই অর্থায়ন বিলের পক্ষে ভোট দেয়ার কোনো কারণই নেই।
হাউয মাইনোরিটি হুইপ ক্যাথেরিন ক্লার্ক বিলটিকে ধনীদের আরো ধনী বানানোর একটি ষড়যন্ত্রের অংশ বলে আখ্যায়িত করেন।
অন্যদিকে, ফক্স নিউযকে দেয়া সাক্ষাৎকারে হাউয স্পিকার মাইক জনসন দাবি করেন- হাউযে পাশ হওয়া বিলটি খুবই স্পষ্ট।
জনসন বলেন, চাক শুমারকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা সরকারকে সচল রাখতে চান নাকি অচলাবস্থার দিকে নিতে চান।
বিলটির পক্ষে ভোট দিয়ে সেনেট ডেমোক্র্যাটরা সঠিক কাজটিই করবে বলেও আশা করেন স্পিকার।