শ্রমবাজার খোলা নিয়ে ‘ইতিবাচক’ মালয়েশিয়া, চূড়ান্ত সিদ্ধান্ত ২১ মে
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি
মে ১৫ ২০২৫, ১৭:২৪
মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার। ছবি: ওয়াকিং অন
0
বাংলাদেশসহ ১৪টি সোর্স কান্ট্রি থেকে ১২ লাখ কর্মী নিতে চায় মালয়েশিয়া। এর মধ্যে ২০ হাজারের বেশি শ্রমিক যাওয়ার সুযোগ পাবেন বিনা খরচে।
নতুন কর্মী নিতে আগ্রহের কথা আগেই জানিয়েছে মালয়েশিয়া সরকার। এবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে আনুষ্ঠানিকভাবে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করল দেশটি।
বাংলাদেশসহ ১৪টি সোর্স কান্ট্রি থেকে ১২ লাখ কর্মী নিতে চায় মালয়েশিয়া। এর মধ্যে ২০ হাজারের বেশি শ্রমিক যাওয়ার সুযোগ পাবেন বিনা খরচে।
মালয়েশিয়ার পুত্রজায়ায় বৃহস্পতিবার দুপুরে প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে যৌথ বৈঠক করেন।
বৈঠকে কর্মী নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বিষয়টি নিশ্চিত করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপসচিব সারওয়ার আলম বলেন, ‘মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে একটি ইতিবাচক ফলাফল এসেছে। ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।’
মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে আশাবাদী এবং সন্ধ্যায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
‘বৈঠকে বিদেশী কর্মীদের, বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।’
তিনি আরও বলেন, উভয় পক্ষ একটি নিরাপদ, ন্যায্য কর্মসংস্থান বাস্তুতন্ত্র নিশ্চিত করতে এবং শ্রমিকদের অধিকারকে সম্মান করার ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপরও জোর দিয়েছে।