নিউ ইয়র্কে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও ট্রেড ফেয়ারে সহযোগিতা দেবে এফবিসিসিআই

বাসস

এপ্রিল ৮ ২০২৩, ২২:৪৯

নিউ ইয়র্কে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও ট্রেড ফেয়ারে সহযোগিতা দেবে এফবিসিসিআই
  • 0

নিউ ইয়র্কে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘ষষ্ঠ বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও ট্রেড ফেয়ার-২০২৩’ আয়োজনে অংশীদারত্বমূলক সহযোগিতা করবে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

‘সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি’ প্রতিপাদ্য নিয়ে মুক্তধারা নিউ ইয়র্ক এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক গ্রেইটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের সহযোগিতায় নিউ ইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে এ অনুষ্ঠান আয়োজিত হবে। 

অনুষ্ঠানটি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে অনুমোদন করেছে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো মেলাটিকে নিজস্ব ক্যালেন্ডারে তালিকাভুক্ত করেছে।

মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, “ষষ্ঠ বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও ট্রেডফেয়ার-২০২৩’ আয়োজনে সহায়তার জন্য এফবিসিসিআই সম্মতি দিয়েছে। ইভেন্টটি বাংলাদেশি বাণিজ্য ও সাংস্কৃতিক শোকেসের একটি নিখুঁত সংমিশ্রণ হিসেবে ডিজাইন করা হয়েছে। এর লক্ষ্য অ্যামেরিকা-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করতে অবদান রাখা।”

তিনি জানান, এই ইভেন্টে বাংলাদেশি পণ্যের স্টল ছাড়াও অ্যামেরিকায় বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে সেমিনার এবং অ্যামেরিকার মূলধারার ব্যবসায়ীদের জন্য আইটি বিষয়ক সেমিনার হবে।

অ্যামেরিকায় রপ্তানি বাড়াতে রপ্তানি উন্নয়ন ব্যুরো এই ট্রেড শোতে অংশ নিতে যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, ইপিবি ইতোমধ্যে ব্যাংকিং ও ফিন্যান্স সার্ভিস, ক্যাপিটাল মার্কেট, রেডিমেড ও টেক্সটাইল, মেডিক্যালও ফার্মাসিউটিক্যালস, এগ্রো অ্যান্ড এগ্রো প্রসেসড, ফুড অ্যান্ড বেভারেজ, আইটি ও আইটি পরিষেবা, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প, পাট ও পাটের বৈচিত্র্য পণ্য এবং রিয়েলএস্টেটসহ বিভিন্ন সেক্টরকে এই ট্রেড শোতে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে।

২০২২সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ও ট্রেডফেয়ার-২০২২’-এ বাংলাদেশের ৩০টিরও বেশি বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। বাংলাদেশ ও অ্যামেরিকার প্রখ্যাত অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা বিভিন্ন সেশনে অংশ নেন। 

গত বছর ইভেন্ট চলার সময় বাংলাদেশ এবং অ্যামেরিকার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রসারের অপার সম্ভাবনার স্বীকৃতির জন্য এফবিসিসিআই ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...