ইথিওপিয়ায় ভূমিধস, নিহত ২০০

ভূমিধসে মাটির নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। ছবি: সংগৃহীত

  • 0

ইথিওপিয়ার দক্ষিণে সোমবার পৃথক দুইটি ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে, এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৯ জন।

গোফা জোনের যোগাযোগ বিভাগ মঙ্গলবার জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪৮ জন পুরুষ ও ৮১ জন নারী।

এর আগে হাবতামু ফেতেনা নামের স্থানীয় একজন কর্মকর্তা রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইথিওপিয়ান ব্রডকাস্টার কর্পোরেশনকে (ইবিসি) বলেছেন, নিহতদের মধ্যে অনেক শিশুও ছিল এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে দুইটি ভূমিধসের ঘটনা ঘটেছে। রয়টার্স তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রথম ভূমিধসে মাটির নিচে চাপা পড়া ব্যক্তিদেরকে উদ্ধারে যাওয়া ব্যক্তিরা দ্বিতীয় ভূমিধসে নিহত হন।

ডাগমাওয়ি আয়লি নামের অঞ্চলটির একজন প্রশাসক ইবিসিকে জানিয়েছেন, মাটির নিচে চাপা পড়া পাঁচ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন, স্থানীয় কমিউনিটির বাসিন্দারা এখনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, গত বছর দেশটিতে বন্যা ও ভূমিধসে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন