কাতারের উপহার নিয়ে সমালোচকদের স্টুপিড বললেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

মে ১৪ ২০২৫, ১১:৪৭

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

কাতারের উপহার নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করছেন, ট্রাম্প এই সমালোচনাকে উড়িয়ে দিয়ে সমালোচকদের ‘স্টুপিড’ বলে অভিহিত করেছেন।

কাতারের উপহার নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করে তাদের ‘স্টুপিড’ বলে সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের সময় ফক্স নিউযকে একথা জানান তিনি।

ট্রাম্প জানিয়েছেন, কাতারের রাজ পরিবারের দেয়া উপহারকে সম্মানের সাথেই গ্রহন করতে চান। কাতারের সাথে অ্যামেরিকার বন্ধুত্বপূর্ন সম্পর্ককে নজিরবিহীন দাবি করে ট্রাম্প বলেন, দীর্ঘকাল ধরে কাতারের প্রতিরক্ষায় ওয়াশিংটনের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানাতেই দেশটির সরকার উপহার দিতে চেয়েছে।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সদস্যরা জাতীয় নিরাপত্তা, সংবিধান এবং নৈতিকতার দিক থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা যুক্তি দিয়েছেন, বিদেশি রাষ্ট্রের কাছ থেকে এমন উপহার গ্রহণ করা সংবিধানের লঙ্ঘন।

ট্রাম্প এই সমালোচনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, এটি একটি ‘খরচ সাশ্রয়ী মহান উদ্যোগ’ এবং সমালোচকদের ‘স্টুপিড’ বলে অভিহিত করেছেন। তিনি আরও দাবি করেছেন, বিমানটি মার্কিন প্রতিরক্ষারমাধ্যমে নিরাপত্তা মানে উন্নীত করা হবে এবং পরে তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করা হবে ।