ভারত সিরিজের প্রাথমিক দলে নেই জাহানারা

টিবিএন ডেস্ক

জুন ২৭ ২০২৩, ০:৪৫

উইকেট নেয়ার পর উচ্ছ্বসিত জাহানারা আলম। ছবি: আইসিসি

উইকেট নেয়ার পর উচ্ছ্বসিত জাহানারা আলম। ছবি: আইসিসি

  • 0

ঘরের মাঠে জুলাইয়ে সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ নারী দলের ২০ সদস্যের প্রাথমিক তালিকায় রাখা হয়নি অভিজ্ঞ পেইসার জাহানারা আলমকে।

গত মাসে শ্রীলংকা সফরে দুটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন জাহানারা। ওয়ানডেতে ২টি উইকেট নিলেও টি-টোয়েন্টি কোন শিকার ছিলো না তার। শ্রীলংকা সফরের দল থেকে শুধু তাকেই বাদ দেয়া হয়েছে।

প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের ৩০ জুন রিপোর্ট করতে বলা হয়েছে। ১ জুলাই থেকে অনুশীলন শুরু হবে। ৬ জুলাই ঢাকায় আসবে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৬, ১৯ ও ২২ জুলাই।

ওয়ানডে সিরিজ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ২০২৫ বিশ্বকাপের জন্য চ্যাম্পিয়নশিপ থেকে ১০টি দল বেছে নেয়া হবে। এই সিরিজটি আইসিসির এফটিপিতে নারীদের প্রথম সিরিজ।

সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১১ বছরের মধ্যে প্রথম মিরপুরের ভেন্যুতে নারীদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১২ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরের ভেন্যুতে খেলেছিল বাংলাদেশ নারী দল।

বাংলাদেশের প্রাথমিক দল: নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রাণী, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...