গুয়াদালুপে নদীর পানি সমতলের আকস্মিক ব্যাপক বৃদ্ধির মধ্যে বিধ্বংসী বন্যা দেখা দিয়েছে টেক্সাসের হিল কান্ট্রি এলাকায়।
সিবিএস নিউজ জানায়, এ বন্যায় শুক্রবার কমপক্ষে ১৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গুয়াদালুপের তীরবর্তী এলাকায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কের কাউন্টি শেরিফের অফিস এক ব্রিফিংয়ে জানায়, বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, প্রাণ হারানো ছয় থেকে ১০ জনের মরদেহ পাওয়া গেছে। বন্যা পরিস্থিতি পরিবর্তনশীল।
তিনি জানান, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
প্যাট্রিক শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি সমতল ২৬ ফুট বৃদ্ধি পায়। বিধ্বংসী এ বন্যায় সম্পত্তি বিনাশের পাশাপাশি দুঃখজনকভাবে প্রাণহানিও হয়েছে।
এ কর্মকর্তা আরও জানান, তারা ঘণ্টায় ৩০৪ দশমিক ৮ মিলিমিটার বা তার বেশি পরিমাণ বৃষ্টিপাতের তথ্য পেয়েছেন।
নদীতে সাঁতারুর পাশাপাশি ১২টি ড্রোন ও ১৪টি হেলিকপ্টার এবং নানা ইউনিটের শত শত ব্যক্তি উদ্ধারকাজে সহায়তা করছেন বলে জানান প্যাট্রিক।
হিল কান্ট্রিতে টানা প্রবল বর্ষণ ও বন্যার মধ্যে শুক্রবার পশ্চিমাঞ্চলীয় পাঁচটি কাউন্টির জন্য আকস্মিক বন্যার জরুরি সতর্কবার্তা দেয় টেক্সাস।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, উত্তরপশ্চিমাঞ্চলীয় ব্যানডেরা কাউন্টি, মধ্যাঞ্চলীয় কের কাউন্টি, উত্তরপূর্বাঞ্চলীয় টম গ্রিন কাউন্টি, পূর্বমধ্যাঞ্চলীয় কের কাউন্টি এবং পশ্চিম-মধ্যাঞ্চলীয় কেন্ডাল কাউন্টিতে ১২৭ থেকে ২৭৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
২০ শিশু নিখোঁজ
প্যাট্রিক গুয়াদালুপে নদীর ক্যাম্প মিস্টিক নামের সামার ক্যাম্পে আসা প্রায় ৭৫০ শিশুর বিষয়েও কথা বলেন।
গভর্নর গ্রেগ অ্যাবটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী এ ব্যক্তি জানান, শুক্রবার নিখোঁজ হয়েছে প্রায় ২০ শিশু। তাদের জীবিত অবস্থায় পেতে প্রার্থনা করছেন তারা।