নিউ ইয়র্ক ফ্যাশন উইকে নজর কাড়লেন সেলিব্রিটিরা

টিবিএন ডেস্ক

ফেব্রুয়ারি ১৩ ২০২৪, ১৪:১৪

এরিয়া রানওয়ে শোতে বেলা থর্ন।ছবি:সংগৃহীত

এরিয়া রানওয়ে শোতে বেলা থর্ন।ছবি:সংগৃহীত

  • 0

শুক্রবার শুরু হয়েছে বিশ্বের জনপ্রিয় ৪টি আইকনিক ফ্যাশন ইভেন্টের মধ্যে অন্যতম নিউ ইয়র্ক ফ্যাশন উইক (এনওয়াইএফডব্লিউ)। বিখ্যাত সব ডিজাইনার, রানওয়ে শো ও সেলিব্রেটিদের অংশগ্রহণে এবারও জমে উঠেছে ফ্যাশন ইভেন্টটি।

ফ্যাশন ব্র্যান্ড টমি হিলফিগারের হাত ধরে দেখা মিলেছে অনেক বিখ্যাত মুখের। এছাড়া ম্যানহাটন ও ব্রুকলিন জুড়ে গুচি, ইভেস সেন্ট লরেন্ট সহ বিলাসবহুল প্রাইভেট পার্টিগুলোতে বসেছে সেলিব্রিটিদের হাট।

১৪ ফেব্রুয়ারি পর্দা নামছে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের। সিএনএন প্রকাশ করেছে এই সিজনের সেলিব্রিটি স্টাইলের হাইলাইটস।

টমি হিলফিগারের শোতে ছিলেন বেকি জি, কেলি রাদারফোর্ড ও সোফিয়া রিচি গ্রেঞ্জ
ব্রুকলিনে উইলি চাভারিয়ার রানওয়ে শোতে দাশা পোলাঙ্কো ও জুলিয়া ফক্স।
দ্য প্লাজা হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় রানওয়ে শোতে ছিলেন সোফিয়া বুশ, জে. স্মিথ-ক্যামেরন, মেলানি লিন্সকি, অ্যালিসিয়া সিলভারস্টোন,অ্যাশলি সিম্পসন ও ক্রিশ্চিয়ান সিরিয়ানোর।
শনিবার গুচির প্রাইভেট পার্টিতে জেসিকা চ্যাস্টেইন।
ওয়াইএসএল বিউটি পার্টিতে ব্রুকলিন ও নিকোলা পেল্টজ বেকহ্যাম।
শনিবার গুচির প্রাইভেট পার্টিতে আইরিস আপাটো।
ক্রিশ্চিয়ান কোওয়ানে রানওয়ে শোতে সারাহ ডেসজার্ডিনস।
৯ ফেব্রুয়ারি হেলমুট ল্যাং-এ জেরেমি ও. হ্যারিস।
শনিবার মনসে রানওয়ে শোতে বাইডেন কন্যা অ্যাশলে বাইডেন।