শুক্রবার শুরু হয়েছে বিশ্বের জনপ্রিয় ৪টি আইকনিক ফ্যাশন ইভেন্টের মধ্যে অন্যতম নিউ ইয়র্ক ফ্যাশন উইক (এনওয়াইএফডব্লিউ)। বিখ্যাত সব ডিজাইনার, রানওয়ে শো ও সেলিব্রেটিদের অংশগ্রহণে এবারও জমে উঠেছে ফ্যাশন ইভেন্টটি।
ফ্যাশন ব্র্যান্ড টমি হিলফিগারের হাত ধরে দেখা মিলেছে অনেক বিখ্যাত মুখের। এছাড়া ম্যানহাটন ও ব্রুকলিন জুড়ে গুচি, ইভেস সেন্ট লরেন্ট সহ বিলাসবহুল প্রাইভেট পার্টিগুলোতে বসেছে সেলিব্রিটিদের হাট।
১৪ ফেব্রুয়ারি পর্দা নামছে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের। সিএনএন প্রকাশ করেছে এই সিজনের সেলিব্রিটি স্টাইলের হাইলাইটস।