
অ্যামেরিকার স্বাধীনতা দিবসে বিগ, বিউটিফুল বিলকে আইনে রূপ দিলেন ট্রাম্প

টিবিএন ডেস্ক
জুলাই ৪ ২০২৫, ২২:১৫

ট্রাম্প বিলটিতে সই করার সময় দাঁড়িয়ে স্বাগত জানান রিপাবলিকান আইনপ্রণেতারা। ছবি: সিবিএস নিউজ
- 0
চূড়ান্ত বিলটি সব রিপাবলিকানকে তুষ্ট করতে পারেনি, তবে প্রেসিডেন্ট ও কংগ্রেস তাদের আরোপিত সময়সীমা ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাসে সক্ষম হয়েছে।
হোয়াইট হাউসে শুক্রবার স্বাধীনতা দিবসের জমকালো অনুষ্ঠানে ‘বিগ, বিউটিফুল বিল’ হিসেবে পরিচিত অভ্যন্তরীণ এজেন্ডা বাস্তবায়নের বিলটিতে সই করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজ জানায়, হোয়াইট হাউসের অনুষ্ঠানে যোগ দেন বিলটিকে পাসে সহায়তাকারী কিছু রিপাবলিকান আইনপ্রণেতা। ট্রাম্প বিলটিতে সই করে একে আইনে রূপ দেওয়ার সময় তারা দাঁড়িয়ে স্বাগত জানান।
চূড়ান্ত বিলটি সব রিপাবলিকানকে তুষ্ট করতে পারেনি, তবে প্রেসিডেন্ট ও কংগ্রেস তাদের আরোপিত সময়সীমা ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাসে সক্ষম হয়েছে।
বিলে সইয়ের বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা যা করেছি, তা হলো এক বিলে সবকিছুকে রেখেছি।’
বক্তব্যে বিলটি পাস হওয়া নিশ্চিতে ভূমিকার জন্য সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন টুন ও হাউসের স্পিকার মাইক জনসনের প্রশংসা করেন প্রেসিডেন্ট।
তিনি বলেন, এ দুজন একটি দল, যা পরাজিত হওয়ার নয়।
হাউসে পাস হয়ে বৃহস্পতিবার বিলটির হোয়াইট হাউসে যাওয়ার পথ পরিক্রমা পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই দিন রাতে আইওয়াতে বিজয়ের আনন্দ নিয়ে ট্রাম্প বলেন, তার দ্বিতীয় মেয়াদের প্রথম পাঁচ মাস প্রকৃত জাতীয় অবক্ষয় থেকে মুক্তির সময়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিলটিকে নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের সব নীতির প্রতিফলন ও অ্যামেরিকার জনগণের আকাঙ্ক্ষার নির্যাস হিসেবে আখ্যা দিয়েছেন। বিল পাস হওয়ার দিনটিকে তিনি অ্যামেরিকার জনগণের বিজয়ের দিন হিসেবে আখ্যা দিয়েছেন।
টানা কয়েক দিনের উদ্বেগ-উৎকণ্ঠা ও আলোচনা এবং হাউসের ডেমোক্র্যাটিক লিডার হাকিম জেফরিজের রেকর্ড ভাঙা বক্তব্যের পর বৃহস্পতিবার বিকেলে ২১৮-২১৪ ভোটে বিলটি পাস হয়। এ বিল পাসের বিপক্ষে অবস্থান নেন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও টমাস ম্যাসি। বিলের পক্ষে ভোট দেননি কোনো ডেমোক্র্যাট।
বিল পাসের আগে রিপাবলিকান বিরোধীদের সঙ্গে বৃহস্পতিবার ভোরে দলটির শীর্ষ নেতৃত্ব ও হোয়াইট হাউসের কর্মকর্তারা কথা বলেন।
হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বিলের প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন প্রেসিডেন্ট। তিনি মধ্যরাতে ফোনকল করে বিলটিকে কংগ্রেসে পাস হওয়ায় সহায়তা করেন।
ওই কর্মকর্তা জানান, বিল পাসে নিবিড়ভাবে যুক্ত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
৮৮৭ পৃষ্ঠার এ প্যাকেজে ২০১৭ সালে ট্রাম্পের কর কর্তনের সিদ্ধান্তের পরিসর আরও বাড়ানো হয়েছে। এ বিলে বকশিস ও অতিরিক্ত সময় কাজের ওপর কর সাময়িকভাবে কর্তন করা হয়েছে।
বিলটিতে সামরিক খাতে শত শত বিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি ট্রাম্পের গণবিতাড়ন পরিকল্পনা বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মেডিকএইডের অধীনে ব্যয় ৯৩০ বিলিয়ন ডলার কাটছাঁট করা হয়েছে। যদিও ট্রাম্প এ কর্মসূচিতে হাত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এ বিল আইনে রূপ নেওয়ায় অ্যামেরিকার জাতীয় ঋণ এক দশকে বেড়ে দাঁড়াবে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারে।