টানা ১০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে, ইউটিউবের জনপ্রিয় ভিডিও ট্রেন্ডিং ক্যাটাগরি। বৃহস্পতিবার গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ব্যবহারকারীদের ভাইরাল ভিডিও এবং মাইক্রো-ট্রেন্ড কন্টেন্ট খুঁজে পাওয়ার সুবিধার্থে ট্রেন্ডিং নাও এবং ট্রেন্ডিং ভিডিও বন্ধ করে দিতে যাচ্ছে ইউটিউব।
২০১৫ সালে প্রথম চালু হওয়া ইউটিউব ট্রেন্ডিং সেগমেন্টিতে গান, গেমিং এবং সিনেমাসহ বর্তমান সময়ের আলোচিত কন্টেন্ট দেখা যেত। সবশেষ প্রকাশিত মিউজিক ভিডিও, ট্রেইলার, কমেডি ক্লিপসহ সবকিছুই ট্রেন্ডিংয়ে দেখে থাকেন দর্শকরা।
তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রেন্ডিং পেজ এবং ট্রেন্ডিং নাউ ক্যাটাগরি বন্ধ করে দিচ্ছে ইউটিউব। এর পরিবর্তে ব্যবহারকারীদের ক্যাটাগরি ভিত্তিক নির্দিষ্ট চার্টগুলো সাজস্ট করবে প্ল্যাটফর্মটি। এই চার্টগুলোর মধ্যে রয়েছে ট্রেন্ডিং মিউজিক ভিডিও, সাপ্তাহিক শীর্ষ পডকাস্ট শো এবং ট্রেন্ডিং মুভি ট্রেলার। এছাড়া ভবিষ্যতে আরও কন্টেন্ট এই ক্যাটাগরি যুক্ত করা হবে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
একটি ব্লগ পোস্টে কোম্পানিটি জানিয়েছে, চার্টে জনপ্রিয় বিষয়বস্তু হাইলাইট করার পাশাপাশি, তারা তাদের নিজস্ব সাজেশনের ভিত্তিতে দর্শকদের সেই ভিডিওগুলো দেখাতে থাকবে যা দর্শকরা পছন্দ করবে বলেই তাদের বিশ্বাস।
এর ফলে দর্শকরা প্রাসঙ্গিক জনপ্রিয় কন্টেন্টগুলোকে বিস্তৃত পরিসরে দেখতে পারবেন। এছাড়া দর্শকরা এক্সপ্লোর মেনু, ক্রিয়েটর চ্যানেল এবং তাদের সাবস্ক্রিপশন ফিডের মাধ্যমে তাদের পছন্দের কন্টেন্ট ভিডিও ব্রাউজ করতে পারবেন।
ব্যবহারকারীদের পছন্দ ও চাহিদার পরিবর্তনের কারণে গত পাঁচ বছরে ট্রেন্ডিং পেজে ভিজিটর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যার ফলে ইউটিউব এটি বন্ধ করার ঘোষণা দিয়েছে।
এর আগে একই কারণে ২০২১ সালে ইউটিউব তাদের অ্যানুয়াল ইউটিউব রিওয়াইন্ড -এর বার্ষিক পর্যালোচনা রিক্যাপ ভিডিও সিরিজটি বন্ধ করেছে।