প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ঢেলে সাজানোর উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার অ্যামেরিকাভিত্তিক এক হাজার ৩৫০ জনের বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে স্টেইট ডিপার্টমেন্ট।
এ উদ্যোগ দেশের বাইরে অ্যামেরিকার স্বার্থ সুরক্ষা ও প্রসারকে ব্যাহত করবে বলে মনে করছেন সমালোচকরা।
রয়টার্স জানায়, বিশ্ব মঞ্চে অ্যামেরিকা যখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, গাজায় দুই বছরব্যাপী সংঘাত, ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনার মতো বহুমুখী সংকট সমাধানে হিমশিম খাচ্ছে, তখনই ছাঁটাই শুরু হলো।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ছাঁটাইয়ের শিকার হচ্ছেন অ্যামেরিকায় সিভিল সার্ভিসের এক হাজার ১০৭ ও ফরেইন সার্ভিসের ২৪৬ কর্মী।
এ সংক্রান্ত নোটিশ ও স্টেইট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ এক কর্মকর্তার কাছ থেকে জানা যায়, সর্বমোট জনবল কমানো হবে প্রায় তিন হাজার। এর মধ্যে কেউ কেউ স্বেচ্ছায় ডিপার্টমেন্টটি ছেড়ে চলে যাবেন।
অ্যামেরিকায় স্টেইট ডিপার্টমেন্টের অধীন কর্মী ছিলেন ১৮ হাজার।
অ্যামেরিকার পররাষ্ট্র নীতিকে ‘অ্যামেরিকা ফার্স্ট’ নীতির আলোকে সাজাতে চাইছেন ট্রাম্প। তার এ পরিকল্পনার প্রথম ধাপের বাস্তবায়ন হলো স্টেইট ডিপার্টমেন্টের পুনর্বিন্যাস।
এ বিষয়ে ভার্জিনিয়ার ডেমোক্র্যাটিক সিনেটর টিম কেইন এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিও আরও একবার অ্যামেরিকাকে কম নিরাপদ করছেন।