নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বাড়ির সামনে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে পুলিশ।
এনওয়াই ডেইলি নিউজ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ক্যানারসির ডিটমাস অ্যাভিনিউর কাছে রকঅ্যাওয়ে পার্কওয়ের বাড়ির বাইরে ছিলেন ৩১ বছর বয়সী হ্যাকিম হাচিনসন। ওই সময় সাদা টি-শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তি হাচিনসনের বুকে গুলি করে।
পুলিশের একটি সূত্র জানায়, হাচিনসনের বাড়িতে থাকা এক ব্যক্তি গুলির আওয়াজ পেয়ে বাইরে তাকিয়ে ভুক্তভোগীকে ফুটপাতে পড়ে থাকতে দেখেন।
আরেকজন প্রত্যক্ষদর্শী গুলির শব্দ শুনে বন্দুকধারীকে রকঅ্যাওয়ে পার্কওয়ে থেকে ডিটমাস অ্যাভিনিউর দিকে পালিয়ে যেতে দেখেন।
ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস হাচিনসনকে ব্রুকডেইল ইউনিভার্সিটি হসপিটালে নিয়ে যায়, যেখানে তার মৃত্যু হয়।
বন্দুকধারী পলাতক রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ শুক্রবার ঘটনাস্থলে নজরদারি ফুটেজ খুঁজছে, যাতে করে তারা বন্দুকধারীকে শনাক্ত করতে পারে।