গাজায় খাদ্য সহায়তা নিয়ে অ্যামেরিকার পরিকল্পনা জানালেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৫ ২০২৫, ২০:৪৬

গাজার একটি কমিউনিটি কিচেনে খাবার পেতে মরিয়া ফিলিস্তিনি শিশুরা। ছবি: রয়টার্স

গাজার একটি কমিউনিটি কিচেনে খাবার পেতে মরিয়া ফিলিস্তিনি শিশুরা। ছবি: রয়টার্স

  • 0

হামাসের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘… আমরা গাজার লোকজনকে সাহায্য করতে যাচ্ছি। কারণ তাদের সঙ্গে খুব বাজে আচরণ করছে হামাস।’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় খাদ্য সহায়তা পাঠানো নিয়ে অ্যামেরিকার পরিকল্পনার কথা সোমবার পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউযে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘কিছু খাবার পেতে আমরা গাজার লোকজনকে সাহায্য করতে যাচ্ছি। লোকজন অভুক্ত আছে এবং আমরা কিছু খাবার পেতে তাদের সাহায্য করতে যাচ্ছি।‘

হামাসের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘… আমরা গাজার লোকজনকে সাহায্য করতে যাচ্ছি। কারণ তাদের সঙ্গে খুব বাজে আচরণ করছে হামাস।’

ওই সময় ইসরায়েলি অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেননি অ্যামেরিকার প্রেসিডেন্ট।

দুই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলের বাধার কারণে কোনো ধরনের ত্রাণসামগ্রী সেখানে প্রবেশ করতে পারছে না। তার ওপর ইসরায়েলি সেনাদের হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে শিশুরা।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, পথেঘাটে খাবার খুঁজে বেড়াচ্ছে তারা।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই করে বলেছে, গাজায় ২৯০ হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া শুধু অনাহারের কারণে মৃত্যুর মুখে রয়েছে পাঁচ বছরের কম বয়সী সাড়ে ৩ হাজার শিশু।