ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর বড় ধরনের দুর্নীতির অংশ: সিনেটর মারফি

টিবিএন ডেস্ক

মে ১৩ ২০২৫, ৯:৪৫

সিনেটর ক্রিস মারফি ও প্রেসিডেন্ট ট্রাম্প। ফাইল ছবি

সিনেটর ক্রিস মারফি ও প্রেসিডেন্ট ট্রাম্প। ফাইল ছবি

  • 0

ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি মনে করেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর এবং কাতারের কাছ থেকে মূল্যবান উপহার নেয়ার বিষয়টি সাধারণ কিছু নয়। এটি একটি বড় ধরণের দুর্নীতি।

সিনেটর ক্রিস মারফি দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের গোটা মধ্যপ্রাচ্য সফর বড় ধরণের এক দুর্নীতির অংশ। তিনি মনে করেন, কাতারের কাছ থেকে বিমান উপহার নেওয়াসহ, সৌদি আরব ও ইউএ-ই-কে বিশেষ সুবিধা দেয়ার বিনিময়ে নগদ অর্থ সংগ্রহ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মার্ফি মনে করেন, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর এবং কাতারের কাছ থেকে মূল্যবান উপহার নেয়ার বিষয়টি সাধারণ কিছু নয়। এটি একটি বড় ধরণের দুর্নীতি।

তিনি অভিযোগ করেন, সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করতে এবং সেমি কন্ডাক্টার চিপ আমদানিতে আরব আমিরাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতেই ট্রাম্পের এই সফর।

তিনি দাবি করেন, এসব সুযোগ সুবিধার বিনিময়ে অ্যামেরিকার সাধারণ মানুষের জন্য কোন সুবিধাই আদায় না করে, শুধুই নগদ অর্থ চাইছেন প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, বিনামূল্যে এমন উপহার পাওয়ার বিষয়টি ডেমোক্র্যাটরা মেনে নিতে পারছে না। ট্রাম্প দাবি করেন, বিমান উপহার নেয়ার বিষয়টি স্বচ্ছ প্রক্রিয়া মেনেই হচ্ছে।

এই বিষয়ে জানতে চাইলে ফক্স নিউজকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, এই প্রশাসন যে কোন অনুদান গ্রহণের ব্যপারে আইন মেনে এবং স্বচ্ছতা নিশ্চিতো করতে বদ্ধপরিকর।

এত বড় উপহারের বিনিময়ে কাতার কিছু চাইতে পারে, এ বিষয়টি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে তারা মোটেও চিন্তিত না কারণ কাতার জানে প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় অ্যামেরিকার স্বার্থের জন্য কাজ করেন।

তবে সাংবাদিক ও লেখক, ডেইভিড এগনেইশাস বলছেন, দেশ যেন কারো কাছে ঋণী হয়ে অন্যের স্বার্থ রক্ষায় কাজ না করে, তা নিশ্চিতে এই ধরণের বড় উপহার গ্রহণের আগে কংগ্রেসের অনুমোদনের বিধান সংবিধানে আছে।

সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান এবং হাউয এথিক্স কমিটির চেয়ার চার্লি ডেন্ট বলছেন, এই উপহার গ্রহণ করা হলে তা ইমোলুমেন্টস ক্লয ভঙ্গ করবে। এই ক্লযে ফেডারেল কর্মকর্তা-কর্মচারীদের কোন উপহার গ্রহণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।