সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দৃষ্টিনন্দন জোড়া গোলে জয় পেয়েছে তার দল আল নাসর।
আল রিয়াদের বিপক্ষে শনিবারের ম্যাচটি ২-১ গোলে জিতেছে রোনালদোরা।
পিছিয়ে পড়া দলকে দ্বিতীয়ার্ধের শুরুতে পথ দেখান ক্রিশ্চিয়ানো রোনালদো। খানিক পর আরেকটি চমৎকার গোলে ব্যবধানও গড়ে দেন তিনি।
এ নিয়ে টানা দুই ম্যাচে দুটি করে গোল করলেন রোনালদো। গত সপ্তাহে তার নৈপুণ্যে আল হিলালের মাঠে ৩-১ গোলের জয় পায় আল নাসর।
লিগে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন ৪০ বছর বয়সী রোনালদো। এদুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৭২টি।
হাজার গোলের স্বপ্নের মাইলফলক ছোঁয়ার দিকেও রোনালদো এগিয়ে গেলেন আরও দুই ধাপ। তার ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৯৩৩টি।
সৌদি প্রো লিগের ২৭ রাউন্ড শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাসর। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল হিলাল। ৬৫পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছেআল ইত্তিহাদ।