
পারমাণবিক চুক্তি নিয়ে ইরানকে কড়া সতর্কবার্তা দিলেন ট্রাম্প

রিপোর্টঃ নিউয ডেস্ক
মে ১৫ ২০২৫, ১:৩৮
.jpg)
ছবিঃ সংগৃহীত
- 0
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির জন্য অ্যামেরিকা সহিংস পথে যেতে চায় না বলে, সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার কাতারের লুসাইল শহরে, দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সৌজন্যে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে এ সতর্কবার্তা দেন প্রেসিডেন্ট।
চারদিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে, বুধবার সৌদি আরব থেকে কাতারের রাজধানী দোহায় পৌঁছান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজে বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান।
পরে বর্ণাঢ্য মোটর শোভাাযাত্রায় কাতারের আমিরের প্রশাসনিক দপ্তর আমিরি দিওয়ানে পৌঁছান ট্রাম্প। সেখানেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিবেশন করা তলোয়ার হাতে কাতারের ঐতিহ্যবাহী নৃত্য।
ট্রাম্পের আগমন উপলক্ষে আমিরি দিওয়ানে বর্ণিল আয়োজন করা হয়। পরে সেখানে বৈঠকে মিলিত হন প্রেসিডেন্ট ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
পরে তারা চুক্তি সই অনুষ্ঠানে অংশ নেন। প্রথমেই কাতারের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা কাতার এয়ারওয়েয এবং অ্যামেরিকার বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়। বোয়িংয়ের সিইও কেলি ওর্টবার্গ এবং কাতার এয়ারওয়েযের সিইও বদর মোহাম্মদ আল-মীর চুক্তিতে স্বাক্ষর করেন।
এরপর প্রতিরক্ষা সহায়তা সংক্রান্ত চুক্তিতে সই করেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সৌদ বিন আব্দুলরহমান বিন হাসান আল থানি। সবশেষে কাতার ও অ্যামেরিকার মধ্যে সহযোগিতার একটি যৌথ ঘোষণাপত্রে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির।
এসময় ট্রাম্পের এ সফরকে ঐতিহাসিক উল্লেখ কোরে কাতারের আমির বলেন, কাতার ও অ্যামেরিকার সম্পর্ক নতুন এক স্তরে উন্নীত হতে যাচ্ছে।
ট্রাম্প জানান, কাতারের আমিরের সঙ্গে খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে তার। রাশিয়া-ইউক্রেইনসহ বৈশ্বিক নানা বিষয়ে কথা বলেছেন তারা। ইরানের সঙ্গে সমস্যার সমাধানের বিষয়েও আশাবাদ জানান তিনি।
বোয়িং ও কাতার এয়ারওয়েযের মধ্যে হওয়া চুক্তিকে, বোয়িংয়ের ইতিহাসের সবচেয়ে বড় বিমানের ক্রয়াদেশ বলে উল্লেখ করেন ট্রাম্প।
পরে কাতারের আমিরের আয়োজনে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিতে, রাজকীয় বহরের সঙ্গে লুসাইল প্যালেসে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। নৈশভোজের আগে কাতার ও অ্যামেরিকার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্পের বিলিওনেয়ার মিত্র ইলন মাস্কও সেখানে উপস্থিত ছিলেন। নৈশভোজ দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প, ইরানকে অ্যামেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি করতে আবারো আহ্বান জানান। এ বিষয়ে কাতারের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, এর জন্য দুটি পথই খোলা আছে। একটি বন্ধুত্বপূর্ণ, আরেকটি সহিংস। প্রেসিডেন্ট প্রত্যাশা করেন, ইরানের নেতারা বিষয়টি অনুধান করবেন। অ্যামেরিকা শান্তিপূর্ণ সমাপ্তি চায় বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প দাবি করেন, অ্যামেরিকা মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্ব সাহায্য করছে।