জাপানে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ: ১ লাখ বাংলাদেশিকে নিতে চায় টোকিও

টিবিএন ডেস্ক

জুন ১ ২০২৫, ১৩:০৬

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • 0

বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে বৈদেশিক কর্মসংস্থানের নতুন দুয়ার। জাপান সরকার ১ লাখ দক্ষ ও আধাদক্ষ কর্মী নিতে চায় বাংলাদেশ থেকে। কর্মী পাঠাতে ইতোমধ্যে টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ সরকার, যা এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ ও আধাদক্ষ কর্মী নিতে চায় জাপান, এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রবিবার বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘জাপানের শ্রমবাজারে জনবল সংকট রয়েছে। তারা বাংলাদেশি কর্মীদের দক্ষ করে পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এই উদ্যোগ বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।;

এই টাস্কফোর্স কর্মী যাচাই, প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ভিসা প্রক্রিয়া তদারকির কাজ করবে। এর নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সিনিয়র সচিব, সদস্য হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং প্রবাসী প্রশিক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

জাপানে জনসংখ্যা কমে যাওয়ার কারণে স্বাস্থ্যসেবা, নির্মাণ, কৃষি ও প্রযুক্তি খাতে বিদেশি কর্মীর চাহিদা বাড়ছে। বাংলাদেশি কর্মীদের শ্রমনিষ্ঠা ও শৃঙ্খলা জাপানি নিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে বলে জানা গেছে।

এই সুযোগ কাজে লাগিয়ে বৈদেশিক রেমিট্যান্স বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্ত করা সরকারের মূল লক্ষ্য।