মেক্সিকোতে সামরিক বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছি: ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৫ ২০২৫, ১০:৫৫

ফাইল ছবি

ফাইল ছবি

  • 0

মেক্সিকোর মাদক পাচারকারী অপরাধী চক্রের কারণে দেশের সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে জানিয়ে ট্রাম্প বলেন, ভয়াবহ মাদক পাচারকারী দলগুলো নির্মূলে মেক্সিকো সরকারকে সামরিক সহযোগিতা দেয়া হবে। প্রয়োজনে সেনা মোতায়েন করার কথাও জানান ট্রাম্প।

মাদক পাচারে জড়িত কার্টেলকে নির্মূল করতে মেক্সিকোতে সামরিক বাহিনীর পাঠানোর প্রস্তাব দিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রবিবার এয়ারফোর্স ওয়ানে তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট ক্লওডিয়া শেইনবমকে এ বিষয়ে দিয়েছেন। যদিও শেইনবম এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, সার্বভৌমত্ব বেচার জিনিস না।

দেশের অর্থনীতিকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে বিভিন্ন দেশের সাথে বিগত প্রশাসনগুলো যে ধরণের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিলো তা থেকে মুক্তির বিকল্প নেই বলেও জানান ট্রাম্প। বলেন, চায়নাসহ অন্যান্য দেশের ওপর শুল্ক আরোপ বিষয়ে অ্যামেরিকার সিদ্ধান্তই চুড়ান্ত। এক্ষেত্রে আলোচনার পথ খোলা থাকলেও দেশের স্বার্থের বাইরে কোন সমঝোতা হবে না বলেও জানান তিনি।

অসম বাণিজ্যিক সম্পর্কের কারণে প্রতিদিন পাঁচ বিলিয়ন ডলারের ক্ষতির কথা জেনেও বাইডেন প্রশাসন কোন উদ্যোগ নেয় নি জানিয়ে ট্রাম্প বলেন, আর কখনোই দেশের ক্ষতির মেনে নেয়া হবে না। অসম বাণিজ্যিক সম্পর্ক মেনে নিয়ে সমাধানের পথে আসতে চাইলেই কেবল শুল্ক বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

মেক্সিকোর মাদক পাচারকারী অপরাধী চক্রের কারণে দেশের সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে জানিয়ে ট্রাম্প বলেন, ভয়াবহ মাদক পাচারকারী দলগুলো নির্মূলে মেক্সিকো সরকারকে সামরিক সহযোগিতা দেয়া হবে। প্রয়োজনে সেনা মোতায়েন করার কথাও জানান ট্রাম্প।

এদিকে, মেক্সিকোতে সামরিক সহযোগিতা বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ক্লাওদিয়া শেইনবাউম বলেন, নিজেদের সংকট সমাধানে অন্যদেশের সামরিক সহযোগীতার প্রয়োজন নেই। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখান করে শেইনবাউম বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে একবিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।

ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযার পদ থেকে মাইক ওয়ালযকে কেনো সরে যেতে হচ্ছে, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, অভিজ্ঞ ওয়ালযের প্রতি এখনো আস্থা রাখতে চান তিনি। জাতিসংঘের গুরুত্বপুর্ণ দায়িত্বে মাইক ওয়ালযকে প্রয়োজন বলেও জানান ট্রাম্প। যদিও, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযার পদে স্টিফেন মিলারকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে চান বলেও জানান তিনি।