ধর্ষণের শিকার নারীর অ্যাবরশনে অর্থ দেবে না আইওয়া প্রশাসন
টিবিএন ডেস্ক
এপ্রিল ১১ ২০২৩, ২৩:১৬
মিফেপ্রিস্টোন ও মিসোপ্রোস্টল পিল। ছবি: এপি ফটো/চার্লি নেইবারগাল
0
রেইপ ভিক্টিমকে জরুরি কন্ট্রাসেপশন বা অ্যাবরশনের জন্য অর্থ দেয়া বন্ধ রেখেছে আইওয়া অ্যাটর্নি জেনারেল অফিস।
ধর্ষণের শিকার নারীর ফরেনসিক পরীক্ষা ও যৌনবাহিত রোগের চিকিৎসার জন্য প্রচুর অর্থ বরাদ্দ দিত আইওয়া প্রশাসন। সাবেক অ্যাটর্নি জেনারেল ডেমোক্র্যাট টম মিলারের সময়কালে প্ল্যান বি’র মর্নিং আফটার পিল এবং গর্ভাবস্থা প্রতিরোধ চিকিৎসার জন্যও অর্থ দেয়া হতো।
রিপাবলিকান মুখপাত্র ব্রেনা বার্ড ২০২২ সালের নভেম্বরে ১১তম প্রচেষ্টায় মিলারকে পরাজিত করেন। বার্ড বলছেন, ধর্ষণের শিকার নারীদের জন্য বরাদ্দ অর্থ ভিক্টিম সার্ভিসেস এখন পর্যালোচনা করছে।
বার্ডের প্রেস সেক্রেটারি অ্যালিসা ব্রুইলেট এক বিবৃতিতে বলেন, টপ-ডাউন, বটম-আপ অডিটের অংশ হিসেবে এই অর্থ দেয়া কতটা যৌক্তিক বার্ড তা ভেবে দেখছেন। পর্যালোচনা শেষ হওয়ার আগে এই অর্থ আর দেয়া হবে না।
এ বিষয়টিকে ‘অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়’ দাবি করে বিবৃতি দিয়েছেন প্ল্যানড প্যারেন্টহুড নর্থ সেন্ট্রাল স্টেটসের সিইও রুথ রিচার্ডসন।