হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। তাদের একজন ক্যানাডিয়ান ফুটবলার সামিত সোম।
লাল-সবুজের জার্সিতে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় নিয়েছিলেন সামিত।
তিনি শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানান, হামজা চৌধুরীদের সঙ্গে খেলতে চান তিনি।
১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সামিতের অভিষেকের লক্ষ্য বাফুফের।
ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার সামিত খেলেছেন দেশটির জাতীয় দলের জার্সিতেও।