ইলন মাস্কের মাথা খারাপ, কথা বলার আগ্রহ নাই: প্রেসিডেন্ট ট্রাম্প

টিবিএন ডেস্ক

জুন ৭ ২০২৫, ২:২৩

ছবি: টিবিএন২৪

ছবি: টিবিএন২৪

  • 0

এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু, এবং অ্যাডভাইযার ইলন মাস্ককে গত সপ্তাহে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশাসন থেকে বিদায় জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হাতে ধরিয়ে দেন হোয়াইট হাউযের সোনালি চাবি।

তখন বোঝা যায় নি, এক সময়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব, খুব শীঘ্রই চরম শত্রুতায় রূপ নেবে।

একই দিনে, এবিসি নিউযকে ফোনে ট্রাম্প জানান, মাস্কের মাথা খারাপ হয়ে গেছে, তাই এই ব্যক্তির সাথে কথা বলার এখন কোনো আগ্রহ নেই তার।

বিস্তারিত জানিয়ে, হোয়াইট হাউয প্রতিবেদক জন কার্ল বলেন, মাস্ক-ট্রাম্প বিবাদ মেটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

মাস্কের সাথে তর্কযুদ্ধ নিয়ে মন্তব্যে, প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সংবাদকর্মীদের বলেন, ইলেক্ট্রনিক মোটরগাড়িতে ফেডারেল ভর্তুকি বাতিল করার কারণেই ক্ষেপেছেন এই বিলিয়নেয়ার।

মাস্ক দাবি করেন, ট্রাম্পের কর কর্তন বিল দেশে মন্দা নিয়ে আসবে।

এই প্রসঙ্গে, হোয়াইট হাউয ইকোনমিক অ্যাডভাইযারস কাউন্সিলের চেয়ার স্টিফেন মিরান ফক্স নিউযকে বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করছেন প্রেসিডেন্ট, তাই মন্দা আসার কোনও সম্ভবনা নেই।

মাস্কের সহায়তা ছাড়া ট্রাম্প নির্বাচনে জিততে পারতেন না, এই অভিযোগের উত্তরে হাউয স্পিকার মাইক জনসন বলেন, মাস্কের অবদানকে কেউ অস্বীকার করছে না।

প্রেসিডেন্টের সাথে মাস্কের প্রকাশ্য বিবাদ ব্যক্তিগত নয়, বরং নীতিগত বলেও দাবি করেন জনসন।

এদিকে, দেশের অন্যতম ক্ষমতাশালী এই দুই ব্যক্তির প্রকাশ্যে বিরোধ, সংবাদ ও সামাজিক মাধ্যমে এখন বিনোদনের খোরাক যোগাচ্ছে।