এনবিসির প্রতিবেদন
ইরানে হামলার কথাও ভাবছেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

জুন ১৭ ২০২৫, ২১:০৮

রাডার ফাঁকি দিতে সক্ষম অ্যামেরিকার সিক্স বি-২ বোমারু বিমান। ছবি: উইকিমিডিয়া কমন্স

রাডার ফাঁকি দিতে সক্ষম অ্যামেরিকার সিক্স বি-২ বোমারু বিমান। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

বৈঠক শেষ করে হোয়াইট হাউস থেকে বের হতে দেখা যায় ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ, জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান ড্যান কেইন ও অন্য সামরিক কর্মকর্তাদের।

ইরানের ওপর হামলাসহ বেশ কিছু বিকল্প নিয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভাবছেন বলে জানিয়েছেন প্রশাসনের একাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তা।

এনবিসি নিউজ বুধবার জানায়, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর কর্মকর্তারা এসব তথ্য জানান।

এর আগে মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে পরপর কয়েকটি পোস্ট দেন ট্রাম্প। সর্বশেষ পোস্টে তিনি বলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ।’

সে পোস্টে কাকে আত্মসমর্পণ করতে বলেছেন, সে রকম কোনোকিছু বলেননি অ্যামেরিকার প্রেসিডেন্ট। যদিও তার আগের পোস্টগুলোতে ইরানের উদ্দেশে কিছু বক্তব্য দিয়েছেন তিনি।

সর্বশেষ পোস্টের তিন মিনিট আগে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, “তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন, তা আমরা সঠিকভাবে জানি। তাকে লক্ষ্যবস্তু বানানো সহজ, তবে সেখানে তিনি নিরাপদে আছেন।

“আমরা তাকে হত্যা করতে যাচ্ছি না; অন্তত আপাতত নয়, তবে আমরা বেসামরিক নাগরিক বা অ্যামেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চাই না। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!”

এ পোস্টের আগে ট্রুথ সোশ্যালে অন্য একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের আকাশসীমা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে।’

ট্রাম্প এমন বক্তব্য দিলেও ইরান যুদ্ধে সরাসরি সম্পৃক্তির বিষয়ে কোনো ঘোষণা দেয়নি অ্যামেরিকা।